ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আবারও তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটা লোভনীয় অফার। ভারতের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে রেপো রেট বৃদ্ধি করার পরে এবারে প্রায় প্রত্যেকটি ব্যাংক বৃদ্ধি করছে তাদের সুদের হার। তার সাথে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটি ব্যাংকের ফিক্স ডিপোজিট রেট। এই পরিস্থিতিতে দেশের সবথেকে বড় সার্বজনীন ক্ষেত্রে ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি সুদের হার অনেকটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ১৫ জুলাই থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন সুদের কার্যকর হতে শুরু করবে। দুই কোটি টাকার কমে যারা ফিক্স ডিপোজিট তৈরি করেছিলেন এবং যাদের এফডী মেয়াদ এক বছর থেকে দুই বছরের থেকে কম সময়ের মধ্যে ম্যাচিওর হয়ে যায় তাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে সুদের হার।
নতুন সুদের হার অনুযায়ী ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে ম্যাচিওর হয়ে যাওয়া ফিক্সড ডিপোজিটের উপরে এবার থেকে পাওয়া যাবে আগের মতই ৩.৫ শতাংশ সুদের হার।
৪৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত যে সমস্ত ফিক্স ডিপোজিট ম্যাচিওর হতে পারে সেগুলির ক্ষেত্রে সুদের হার রয়েছে ৪ শতাংশ।
১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত যে সমস্ত ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হতে পারে তাদের ক্ষেত্রে সুদের হার ৪.২৫ শতাংশ। অন্যদিকে ২১১ দিন থেকে এক বছর পর্যন্ত সময়ে যে সমস্ত ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হতে পারে সেখানে পাওয়া যাবে সাড়ে ৪ শতাংশ করে সুদ।
এক বছর থেকে দুই বছর পর্যন্ত সময়ে যে সমস্ত ফিক্স ডিপোজিট ম্যাচিওর হতে পারে সেখানে দেওয়া হচ্ছে ৫.২৫ শতাংশ করে সুদ। দুই বছর থেকে তিন বছর পর্যন্ত যে সমস্ত ফিক্স ডিপোজিট ম্যাচিওর হচ্ছে সেখানে আছে ৪.২৫ শতাংশ করে সুদ। সবশেষে ৩ বছর থেকে ১০ বছর পর্যন্ত সময়ে ম্যাচিওর হওয়া ফিক্স ডিপোজিট এর উপরে থাকছে ৪.৫০ শতাংশ করে সুদ।