Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গ্যারান্টি রিটার্নের সেরা সুযোগ, 1 লক্ষ রাখলেই মিলবে 22,419 এক্সট্রা – SBI FD Scheme 2025

ভারতে সুরক্ষিত ও স্থির বিনিয়োগের ক্ষেত্রে Fixed Deposit বা FD এখনও অন্যতম জনপ্রিয় পছন্দ। পরিবার, সিনিয়র সিটিজেন থেকে শুরু করে তরুণ পেশাজীবী—সবার কাছেই FD এক ভরসার জায়গা। আর দেশের সর্ববৃহৎ…

Avatar

ভারতে সুরক্ষিত ও স্থির বিনিয়োগের ক্ষেত্রে Fixed Deposit বা FD এখনও অন্যতম জনপ্রিয় পছন্দ। পরিবার, সিনিয়র সিটিজেন থেকে শুরু করে তরুণ পেশাজীবী—সবার কাছেই FD এক ভরসার জায়গা। আর দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক হিসেবে State Bank of India (SBI) নানাধরনের FD স্কিম চালু করেছে, যাতে বিভিন্ন আর্থিক প্রয়োজন অনুযায়ী গ্রাহকরা বেছে নিতে পারেন সুবিধাজনক পরিকল্পনা।

কীভাবে কাজ করে SBI FD

এককালীন অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখলেই ব্যাংক গ্রাহককে নিশ্চিত হারে সুদ দেয়। শেয়ার বাজারের ওঠানামার মতো ঝুঁকি এখানে নেই। এই কারণে তুলনামূলকভাবে রক্ষণশীল বিনিয়োগকারীরা FD-কে বেশি পছন্দ করেন। ২০২৫ সালে SBI FD থেকে কী আয় হতে পারে, তা একবার দেখে নেওয়া যাক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুদের হার কত

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি রেপো রেট ১ শতাংশ কমিয়েছে। এর ফলে ঋণ সস্তা হলেও FD-এর সুদের হার কিছুটা কমেছে। তবে SBI এখনও বেশ কিছু আকর্ষণীয় স্কিম চালু রেখেছে।

  • ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের জন্য FD খোলা যায়।

  • Amrit Kalash FD (৪৪৪ দিন): সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৬.৬০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭.১০%।

  • ৩ বছরের স্ট্যান্ডার্ড FD: সাধারণ গ্রাহকের জন্য ৬.৩০% এবং সিনিয়র সিটিজেনের জন্য ৬.৮০%।

বাস্তব উদাহরণ

ধরা যাক, আপনি ১,০০,০০০ টাকা ৩ বছরের জন্য SBI FD-তে রেখেছেন।

  • সাধারণ গ্রাহক: ৬.৩০% সুদে মেয়াদপূর্তিতে টাকা হবে ১,২০,৬২৬। অর্থাৎ ২০,৬২৬ বাড়তি আয়।

  • সিনিয়র সিটিজেন: ৬.৮০% সুদে মেয়াদপূর্তিতে টাকা হবে ১,২২,৪১৯। অর্থাৎ ২২,৪১৯ বাড়তি আয়।

জনপ্রিয় থাকার কারণ

যদিও আগের মতো সুদের হার নেই, তবুও SBI FD এখনও লক্ষ লক্ষ আমানতকারীর কাছে প্রথম পছন্দ। এর পেছনে রয়েছে কয়েকটি মূল কারণ—

  • Trust & Security: দেশের বৃহত্তম সরকারি ব্যাংক হওয়ায় আমানতের নিরাপত্তা নিশ্চিত।

  • Guaranteed Returns: সুদের হার নির্দিষ্ট, তাই ঝুঁকি নেই।

  • Flexibility: ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদ বেছে নেওয়ার সুযোগ।

  • Extra Benefit for Seniors: সিনিয়র সিটিজেনরা বাড়তি সুদের সুবিধা পান।

  • No Market Risk: শেয়ার বা মিউচুয়াল ফান্ডের মতো ওঠানামা নেই।

স্মার্ট টিপস

যাঁরা বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য কিছু পরামর্শ—

  • ৩ বছর বা তার বেশি মেয়াদের FD বেছে নিলে সুদ বেশি পাওয়া যায়।

  • বিশেষ স্কিম যেমন Amrit Kalash FD কাজে লাগানো উচিত।

  • একাধিক মেয়াদে আলাদা আলাদা FD করলে liquidity বজায় থাকে।

  • সুদ পুনর্বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি হারে আয় বাড়ে।

  • আগেভাগে FD ভাঙলে জরিমানা হয়, তাই পরিকল্পনা করে বিনিয়োগ করুন।

About Author