এসবিআই গ্রাহকদের জন্য বড় সুখবর! দেশের বৃহত্তম সরকারি ব্যাংক এবার আপনাকে বড় উপহার দিতে চলেছে। আসলে এসবিআই গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন ব্যক্তিগত ঋণ পরিষেবা চালু করেছে। এই নতুন পরিষেবার অধীনে, গ্রাহকরা রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট নামক একটি সুবিধা পাবে যার মাধ্যমে বাড়ি বসেই সহজেই গ্রাহকরা ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি পেয়ে যাবে।
এসবিআই এর এই নতুন পরিষেবা তাদের Yono অ্যাপে লঞ্চ করা হয়েছে। সমস্ত গ্রাহকরাই এই রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট এর সুবিধা নিতে পারবেন। আপাতত এখন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রতিরক্ষামন্ত্রকের কর্মচারী এই সুবিধা পেতে শুরু করেছে। অবশ্য আপনি সরকারি কর্মচারী হলেও এই সুবিধা উপভোগ করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, এসবিআই এর নিজস্ব ডিজিটাল পেমেন্ট পদ্ধতি নিয়ন্ত্রণ করে এই Yono অ্যাপ। এর মাধ্যমে আপনি বাড়িতে থেকেই ক্রেডিট চেক ও অন্যান্য নথি যাচাইকরনের মত কাজ করতে পারবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএরপর আসা যাক, এসবিআই এর নতুন পরিষেবা প্রসঙ্গে। আপনি বাড়িতে বসেই ৩৫ লাখ টাকা ঋণ পেতে পারেন। পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে। নতুন পরিষেবা প্রসঙ্গে এসবিআই চেয়ারম্যান দীনেশ খারা বলেছেন, যোগ্য বেতনভোগী গ্রাহকরা এই Yono অ্যাপ এর মাধ্যমে রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট লোন সুবিধা পেতে পারবেন। এই পরিষেবার মূল উদ্দেশ্য গ্রাহকদের কোনো ঝক্কি ছাড়াই ডিজিটালভাবে ঋণ পেতে সহায়তা করা। আসলে এসবিআই গোটা ব্যাংকিং ব্যবস্থাকে ডিজিটাল করার পথে হাঁটছে।