Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

SBI গ্রাহকদের জন্য সুখবর, এটিএম ব্যবহারে মিলবে বিশেষ সুবিধা

গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল ভারতের সর্ববৃহৎ ব্যাংকিং সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। লকডাউনের ফলে দেশ জুড়ে কর্মক্ষেত্রে বিপুল লোকসানের কারণে বেশ কিছু পরিষেবায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। বেশ…

Avatar

গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল ভারতের সর্ববৃহৎ ব্যাংকিং সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। লকডাউনের ফলে দেশ জুড়ে কর্মক্ষেত্রে বিপুল লোকসানের কারণে বেশ কিছু পরিষেবায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। বেশ কিছু পরিষেবা মাশুলে ছাড় দেওয়ার কথা ঘোষণা করল এসবিআই কর্তৃপক্ষ। আগামী ৩০ শে জুন, ২০২০ পর্যন্ত এটিএম-এর সার্ভিস চার্জ মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই কর্তৃপক্ষ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত এটিএম হোল্ডাররাই এই সুবিধা ভোগ করতে পারবেন।

এটিএমে টাকা তোলার ক্ষেত্রে নিখরচায় লেনদেনের সংখ্যা পেরিয়ে গেলে এতদিন সার্ভিস চার্জ কাটতো ব্যাংক। অর্থমন্ত্রীর ঘোষণার পর সেই সার্ভিস চার্জ না কাটার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের পরিচালক কমিটি। শুধু এসবিআই-এর এটিএম নয়, অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও এই ছাড় মিলবে বলে জানিয়েছেন এসবিআই কর্তৃপক্ষ। একইসঙ্গে তারা এটিএম-এর মধ্যে গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, গত ১ অক্টোবর থেকে লাগু হওয়া নিয়ম অনুসারে এসবিআই-এর গ্রাহকরা কোনও রকম চার্জ ছাড়াই এটিএম কার্ডের মাধ্যমে মাসে ৮ বার টাকা তুলতে পারেন। যার মধ্যে ৫ বার এসবিআই-এর এটিএম থেকে এবং বাকী ৩ বার অন্যান্য যেকোন ব্যাঙ্কের এটিএম থেকে।

তবে এই নিয়ম কেবলমাত্র কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বইয়ের মতো মহানগর এলাকায় কার্যকর। দেশের অন্যান্য জায়গার গ্রাহকরা মাসে ১০ বার কোনও চার্জ ছাড়া এটিএম থেকে টাকা তুলতে পারেন। যার মধ্যে ৫ বার এসবিআই-এর এটিএম এবং বাকী ৫ বার অন্যান্য যেকোন ব্যাঙ্কের এটিএম থেকে। নির্ধারিত লেনদেনের সংখ্যা পেরিয়ে গেলে দিতে হতো অতিরিক্ত চার্জ।

About Author