Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সরকার ১ কোটি টাকা জেতার সুযোগ দিচ্ছে, জনগণকে এই কাজটি করতে হবে – GOVERNMENT SCHEME

'মেরা বিল মেরা অধিকার' বিলটি ভারত সরকার রাজ্য সরকারের সহযোগিতায় শুরু করেছে। এটি একটি চালান ইনসেনটিভ প্রকল্প। সমস্ত কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকরা যাতে পাকা বিল অর্থাৎ জিএসটি বিল নেন তার জন্যই…

Avatar

‘মেরা বিল মেরা অধিকার’ বিলটি ভারত সরকার রাজ্য সরকারের সহযোগিতায় শুরু করেছে। এটি একটি চালান ইনসেনটিভ প্রকল্প। সমস্ত কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকরা যাতে পাকা বিল অর্থাৎ জিএসটি বিল নেন তার জন্যই এই বিলটি বা প্রকল্পটি চালু করা হয়েছে। গ্রাহকদের মধ্যে জিএসটি বিলের প্রচারের সর্থেই এই বিল চালু হয়েছে।

মেরা বিল মেরা অধিকার-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বিলটি সমস্ত ধরনের ব্যাবসা ও ভোক্তা চালানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এর একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যা, আইওএস, অ্যান্ড্রয়েডের পাশাপাশি ‘ web.merabill.gst.gov.in ‘ নামের ওয়েবসাইটেও উপলব্ধ থাকবে।

এই অ্যাপে প্রতিটি চালান আপলোডের ক্ষেত্রে একটি করে এপিএন ( স্বীকৃত রেফারেন্স নম্বর) নম্বর দেওয়া হবে। এই নম্বরের ভিত্তিতেই বিজয়ী ঘোষণা করা হবে। লাকি ড্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট চালানটি কমপক্ষে ২০০ টাকার হতে হবে। উল্লেখ্য আসাম, গুজরাট, হরিয়ানা, পুদুচেরি, দাদরা নগর হাভেলি, দমন ও দিউয়ের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিই এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আবেদনের পদ্ধতি –

এতে অংশগ্রহণের জন্য এক মাসের মধ্যে চালান আপলোড করতে হবে। সেটি মাসের ৫ তারিখের মধ্যেই আপলোড করতে হবে। এরপর ত্রৈমাসিক হিসাবেই বাম্পার পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হবে। উল্লেখ্য চালান আপলোড করার সময় জিএসটি ইন, চালান নম্বর, তারিখ, মান, রাজ্য অথবা কেন্দ্রের নাম উল্লেখ করে দিতে হবে।

উল্লেখযোগ্য বিষয়-
১) নকল জিএসটি ইন নম্বর আপলোড করা হলে সেটি অ্যাপ্লিকেশন দ্বারা প্রত্যাখ্যান করা হবে।
২) চালান আপলোডকারীদের নিজেদের আধার নম্বর, প্যান কার্ড নম্বর, এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও জমা দিতে হবে নির্ধারিত ৩০ দিনের মধ্যেই।
৩) এতে মাসিক ৮০০’টি ১০ হাজার টাকার পুরস্কার রয়েছে। ১০ টি পুরস্কার রয়েছে ১০ লাখ টাকার। ত্রৈমাসিক ২ টি পুরস্কার রয়েছে ১ কোটি টাকার। এটি কার্যকর থাকবে একবছর পর্যন্ত।

About Author