Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

SBI কার্ড ব্যবহারকারীরা এবারে ক্রেডিট কার্ডের মাধ্যমেই করবেন লেনদেন, জেনে নিন ধাপে ধাপে লিংকের প্রক্রিয়া

ভারতের বৃহত্তম পিওর প্লে ক্রেডিট কার্ড ইসু সংস্থা এসবিআই কার্ড এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবারে ইউপিআই এর সাথে এসবিআই ক্রেডিট কার্ড যুক্ত করার ঘোষণা করে দিয়েছে। দশ আগস্ট…

Avatar

ভারতের বৃহত্তম পিওর প্লে ক্রেডিট কার্ড ইসু সংস্থা এসবিআই কার্ড এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবারে ইউপিআই এর সাথে এসবিআই ক্রেডিট কার্ড যুক্ত করার ঘোষণা করে দিয়েছে। দশ আগস্ট ২০২৩ থেকে এস বি আই কার্ড গ্রাহকরা তাদের রূপে প্লাটফর্মে ইস্যু করা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইউপিআই প্লাটফর্মে কেনাকাটা করতে পারবেন। তৃতীয় পক্ষের ইউপিআই অ্যাপ এর সাহায্যে এই ইউপিআই লেনদেন করা সম্ভব হবে বলে জানিয়ে দিয়েছে এই সংস্থাটি। এর পাশাপাশি ইউপিআই ব্যবসায়ীদের রূপে প্লাটফর্মে এসবিআই কার্ড ব্যবহার করা গ্রাহকদের সুযোগ আরও বৃদ্ধি করবে। হাইটেক সুবিধা এবং ঝামেলা মুক্ত লেনদেন আরো সহজ হবে এর ফলে।

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে sbi কার্ডের এমডি এবং সিইও রামমোহন রাও বলছেন, এসবিআই কার্ড গ্রাহকরা ইউপিআই প্লাটফর্মে তাদের এসবিআই কার্ড যুক্ত করতে পারবেন। ইউপিআই ইতিমধ্যেই একটা বিশাল প্লাটফর্ম হয়ে উঠেছে যা প্রতিদিন লক্ষ লক্ষ ট্রানজাকশন এর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আজকাল। গ্রাহকদের ঝামেলা মুক্ত ট্রানজেকশন এর ক্ষেত্রে ইউপিআই একটা দারুণ বিকল্প। এর ফলে শিল্পে ক্রেডিট কার্ডের ব্যবহার আরো বেড়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইউপিআই তে এসবিআই রূপে ক্রেডিট কার্ড যুক্ত হবার ফলে এবারে নিরবচ্ছিন্নভাবে ইউপিআই পেমেন্ট করতে পারবেন এসবিআই গ্রাহকরা। দেশে ক্রেডিট কার্ডের ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথেই ইউপিআই এর সাথে রূপের ক্রেডিট কার্ড যুক্ত হবার ফলে এবার থেকে পেমেন্ট সলিউশন আরো সহজ হয়ে উঠেছে। ভবিষ্যতে অত্যন্ত দ্রুত ইউপিআই লেনদেন করার ক্ষেত্রে এই ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে বলেও জানিয়েছে সংস্থাটি।

About Author