SBI গ্রাহকদের জন্য এবারে জারি করা হলো একটি বড়ো সতর্কবার্তা। তাদের ব্যাংক একাউন্ট ফাঁকা হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। প্যান কার্ড আপডেটের নাম করে অনেককে এই ধরনের জাল লিংক পাঠাচ্ছেন অনেক জালিয়াত। আর সেই ফাঁদে পা দিলেই অবশেষে সবকিছু হারিয়ে বসতে হবে মুহূর্তেই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই জানিয়েছে, গ্রাহকদের কাছে এখনো তেমন কোনো মেসেজ পাঠানো হয়নি।
গ্রাহকদের কাছে যে মেসেজ পাঠানো হচ্ছে, তাতে বলা হচ্ছে, তাদের YONO অ্যাকাউন্টের সঙ্গে যদি PAN কার্ড কানেক্ট না করা থাকে, তাহলে তাদের YONO অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে। এই মেসেজ ইতিমধ্যেই সোসিয়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একই সঙ্গে একটি লিংক পাঠানো হচ্ছে এই মেসেজের সঙ্গে। এই মেসেজে আরো বলা হচ্ছে, এই লিংকে ক্লিক করলেই আপনার YONO অ্যাপ আপডেট হয়ে যাবে। এছাড়াও SBI Yono একাউন্টে তাদের প্যান নম্বর আপডেট না করা হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সাফ জানিয়ে দিয়েছে, এরকম কোনো মেসেজ তারা গ্রাহকদের পাঠায়নি। ইতিমধ্যেই PIB এই সম্পর্কে গ্রাহকদের সতর্ক করার জন্য একটি টুইট করেছে। এই মেসেজে তারা জানিয়েছে, SBI তাদের এরকম কোনো মেসেজ পাঠায়নি। প্রসঙ্গত, SBI গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা সহজভাবে দেওয়ার জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে। সাম্প্রতিক বছরগুলিতে SBI-এর Yono মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে গ্রাহকরা ঘরে বসেই অ্যাকাউন্ট খুলতে এবং বিভিন্ন ব্যাঙ্কিং লেনদেন করতে পারেন।