Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোয় ধুনুচি হাতে ঢাকের তালে কোমর দোলালেন টলি অভিনেত্রী সায়ন্তনী, ভাইরাল ভিডিও

বাংলা টেলিভিশন জগতে সায়ন্তনী গুহঠাকুরতা বেশ জনপ্রিয় মুখ। কিরণমালা', 'সাত ভাই চম্পা' সহ বেশ কিছু বাংলা সিরিয়ালে ও সিনেমায় সায়ন্তনীকে দেখা গিয়েছে। এমনকি সন্তোষ পি জয়কুমারের পরিচালনায় প্রথম তেলুগু সিনেমায়…

Avatar

বাংলা টেলিভিশন জগতে সায়ন্তনী গুহঠাকুরতা বেশ জনপ্রিয় মুখ। কিরণমালা’, ‘সাত ভাই চম্পা’ সহ বেশ কিছু বাংলা সিরিয়ালে ও সিনেমায় সায়ন্তনীকে দেখা গিয়েছে। এমনকি সন্তোষ পি জয়কুমারের পরিচালনায় প্রথম তেলুগু সিনেমায় অভিনয় করছেন সায়ন্তনী। এছাড়া, উমা (চলচ্চিত্র),হইচই আনলিমিটেড, বিভিন্ন মুভিতে দেখা গিয়েছে ২৯ এর এই স্বতঃস্ফূর্ত অভিনেত্রীকে। অভিনয় ছাড়াও, সায়ন্তনী পেশায় কিন্তু একজন নৃত্যশিল্পী। আর তাই এইবারের দুর্গা পুজোয় জমিয়ে নাচলেন অভিনেত্রী। রইল তাঁর কিছুর পুজোর ছবি ও ভিডিও।
অভিনেত্রীর বাড়িতেই প্রতিবছর দুর্গা পুজো হয়। নিজেও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবারেও প্রতিমা নিরঞ্জনের দিন ধুনুচি হাতে মেতে ওঠেন তিনি। মুখে মাস্ক আর পরনে লাল টুকটুকে শাড়ি। হাসতে হাসতে মাকে বিদাই জানালেন অভিনেত্রী।
বিজয়া দশমীতে উমা বরণে সায়ন্তনীকে লাগছিল অপরূপা।পুজোয় ধুনুচি হাতে ঢাকের তালে কোমর দোলালেন টলি অভিনেত্রী সায়ন্তনী, ভাইরাল ভিডিও
About Author