Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুখ্যমন্ত্রীকে চাকরি নিয়ে তোপ সায়ন্তন বসুর, কটাক্ষ ‘দুয়ারে দুয়ারে প্রকল্প’ কে

এইদিন মুখ্যমন্ত্রীর ঘোষিত 'দুয়ারে দুয়ারে সরকার' প্রকল্পকে চাঁছাছোলা ভাষায় কটাক্ষ করতে দেখা গেল বিজেপি নেতা সায়ন্তন বসুকে। তিনি বলেন,"ভালো চলেছেন ওনারা। মরণ কালে হরিনাম করছেন। এতদিন কি সরকার আকাশে ছিল…

Avatar

এইদিন মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পকে চাঁছাছোলা ভাষায় কটাক্ষ করতে দেখা গেল বিজেপি নেতা সায়ন্তন বসুকে। তিনি বলেন,”ভালো চলেছেন ওনারা। মরণ কালে হরিনাম করছেন। এতদিন কি সরকার আকাশে ছিল ? আকাশ থেকে নেমে দুয়ারে যতক্ষণে যাবেন ততক্ষণে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। বরং দুয়ারে দুয়ারে গেলে কাটমানির হিসেব চাইবেন। কি হল শিল্পের? আইনশৃঙ্খলা এর এই অবস্থা কেন?”

প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন বাঁকুড়ায় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ‘দুয়ারে দুয়ারে সরকার’ নামক এক নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এইদিন জানান, ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে কাজ। চলবে আগামী ৩০ এ জানুয়ারি পর্যন্ত। এই প্রকল্প চলার সময় বেলা ১২ টা থকে প্রশাসনের তরফে ব্লকে ব্লকে ক্যাম্প করা হবে। চলবে ৩ টে পর্যন্ত। এই প্রকল্পে মানুষ নিজের ভাব, সমস্যার কথা সরাসরি তুলে ধরতে পারবেন সরকারের কাছে। সাথে সাথে সমাধান হবে তাদের সমস্যা। মানুষ যা চাইবে, তা সাথে সাথে মানুষকে দেওয়া হবে। যদি এইসময় প্রশাসন সমস্যা টি সমাধান করতে না পারে, তবে তালিকা করে সমাধান করবে সরকার কর্তৃপক্ষ। এই প্রকল্পে সুযোগ সুবিধা আরও বেশি করে মানুষ পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুধু দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পকে নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর স্কিমে চাকরি নয়েও মন্তব্য করন সায়ন্তন বসু। এইদিন সভাতে বেকারত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারের দকে বাক্যবাণ ছোঁড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের নামে নিয়োগ করছেন ছেলেদের। আর যেই পড়ে এই প্রকল্প শেষ হয়ে যাচ্ছে তখনই বেকার হয়ে যাচ্ছেন ছেলে মেয়েরা। কিন্তু অন্যদিকে দেখুন রাজ্যে কারো পেনশন, বেতন বন্ধ হয়নি। রাজ্যের স্কিমে যারা চাকরি করেন, তাদের কাউকেই চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। এর উত্তরে সায়ন্তন বসু জানান নিজের প্রতিক্রিয়া। তিনি বলেন,” আজ মুখ্যমন্ত্রী যা বললেন তা শুনলে ঘোড়াও হাসবে।”

About Author