নিউজপলিটিক্সরাজ্য

“চক্রান্ত করে আগুন লাগিয়েছে তৃণমূল”, বাগবাজার অগ্নিকাণ্ড ঘটনায় মন্তব্য সায়ন্তন বসুর

প্রাক নির্বাচনকালে শুধুমাত্র ভোটব্যাঙ্ক বাড়ানোর লক্ষ্যে সাধারণ মানুষকে বিপদে ফেলছে শাসকদল, বললেন সায়ন্তন বসু (Sayantan Basu)

Advertisement
Advertisement

গতকাল রাতের শহর কলকাতা এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়ে থাকল। গতকাল সন্ধ্যে নাগাদ বাগবাজার ব্রিজসংলগ্ন বস্তিতে হঠাৎ আগুন লেগে যায় এবং দ্রুত আগুন বস্তির চারিধারে। ক্ষতিগ্রস্ত হয়েছে বস্তি সংলগ্ন সারদা মায়ের বাড়ি উদ্বোধন কার্যালয়। সেই মায়ের বাড়ির অফিসের গ্রন্থাকারে ও বেশ কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় সমস্ত আসবাবপত্র। তারপর ২৭ দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এমনকি একের পর এক ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তবে পুরো ঘটনার প্রসঙ্গ টেনে শাসক দলকে দুষেছেন বিজেপির প্রথম সারির নেতৃত্ব সায়ন্তন বসু (Sayantan Basu)।

Advertisement
Advertisement

সায়ন্তন বসু জলপাইগুড়ির এক দলীয় কর্মসূচিতে আর সকালবেলায় উপস্থিত হয়েছেন। তিনি জলপাইগুড়ি থেকে কলকাতার আগুন লাগার ঘটনায় দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেছেন, “প্রাক নির্বাচনকালে শুধুমাত্র ভোটব্যাঙ্ক বাড়ানোর লক্ষ্যে সাধারণ মানুষকে বিপদে ফেলছে শাসক দল। তৃণমূল ইচ্ছা করে বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছে। ইচ্ছা করে কথামতো দমকল দেরিতে যাচ্ছে যাতে মানুষের বিপদ বাড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।”

Advertisement

এছাড়াও তিনি এই প্রসঙ্গে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে একহাত নিয়ে বলেছেন, “এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ডে দমকল কি করে আসতে দেরি করে। এই কারণে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। আসলে রাজ্যের পুরো প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই রাজ্যে প্রান্তে প্রান্তে বিপর্যয় ঘটছে।” সেই সাথে তিনি সুজিত বসুকে বিদ্রুপ করে বলেছেন, “দমকল মন্ত্রীর কাজ কি শুধুমাত্র সাইরেন বাজানো।”এছাড়াও তিনি কটাক্ষ করে বলেছেন, “কালকের বাগবাজার অগ্নিকাণ্ডে কেন্দ্রীয় এনডিআরএফ কে ডাকলে অনেক তাড়াতাড়ি উদ্ধারকাজ চালু হত। এত পরিমান ক্ষয়ক্ষতি তাহলে হয়তো হত না। কিন্তু রাজ্য সরকার ভোটের লোভে এরকম চক্রান্ত করছে।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button