Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

RBI এর তরফে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য সুখবর

সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য সুখবর শোনালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন বছরের শুরু থেকে অর্থাৎ ২০২০ সালের ১লা জানুয়ারি থেকেই NEFT ট্রান্সফারের ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবেনা বলে…

Avatar

সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য সুখবর শোনালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন বছরের শুরু থেকে অর্থাৎ ২০২০ সালের ১লা জানুয়ারি থেকেই NEFT ট্রান্সফারের ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবেনা বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ১লা জানুয়ারি থেকে অনলাইনে NEFT সিস্টেমে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে যেন কোনো অতিরিক্ত চার্জ না কাটে ব্যাঙ্ক গুলি, এই মর্মে রিজার্ভ ব্যাঙ্ক তাদের সমস্ত সহযোগী ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে।

সুতরাং নতুন বছরের শুরু থেকেই সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা NEFT সিস্টেমে অনলাইন ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করলে কোনোরকম অতিরিক্ত চার্জ তাদের দিতে হবেনা। আরবিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডিজিটাল ব্যাঙ্কিংকে আরও গতি দিতে ২০২০ সালের ১লা জানুয়ারি থেকে আরবিআই এর সহযোগী ব্যাঙ্কগুলি NEFT সিস্টেমের মাধ্যমে অনলাইনে হওয়া ট্রান্সফার গুলিতে তাদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের কাছ থেকে কোনও অতিরিক্ত চার্জ আদায় করবে না।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আর ব্যবহার করা যাবে না পুরনো ATM কার্ড, ঘোষণা স্টেট ব্যাংকের

এর আগে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছিল ১৬ই ডিসেম্বর থেকে NEFT সিস্টেমে সারাদিন অর্থাৎ ২৪ ঘন্টা ধরেই ট্রান্সফার করা যাবে। যেটা এতদিন করা যেত প্রতিদিন সকাল ৮’টা থেকে সন্ধ্যে ৭’টা পর্যন্ত এবং মাসের প্রথম ও তৃতীয় শনিবার সকাল ৮’টা থেকে দুপুর ১’টা পর্যন্ত।

About Author