রাজ্য

রাজ্য কে আর্থিক মন্দার হাত থেকে বাঁচাতে দিদির পাশে দাঁড়ালেন স্বয়ং নোবেলজয়ী

Advertisement
Advertisement

করোনা পরবর্তী সময়ে আর্থিক মন্দার মুখোমুখি হতে হবে বিশ্বকে। সেই ধাক্কা এমন পর্যায়ে যেতে পারে যেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ হবে না বলে আশঙ্কা করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা। তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে রাজ্য। করোনা পরবর্তী আর্থিক মন্দা সামাল দেওয়ার লক্ষ্যে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি গঠন করছে রাজ্য সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি লকডাউনের পরবর্তী সময়ে আর্থিক সমস্যা কাটাতে পরামর্শ দেবে রাজ্যকে।

Advertisement
Advertisement

এই কমিটিতে নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে থাকবেন ডা. স্বরূপ সরকার। কমিটির সমস্ত বিষয় কো-অর্ডিনেট করবেন ডা: সুকুমার বন্দ্যোপাধ্যায় ও ডা: অভিজিত চৌধুরি। এই কমিটির পরামর্শ মতো আগামী দিনে সরকারের বিভিন্ন প্রকল্প এগিয়ে নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী‌। ২১ দিনের লকডাউন পর্ব শেষ হলে পরবর্তী আর্থিক কর্মসূচি স্থির করার আগে নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। এর আগে ২৮ মার্চ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর। তখনই পাশে বার্তা দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ভিডিও প্রকাশ করার আশ্বাস দিয়েছিলেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, ২১ দিনের লকডাউন শেষে দেশের আর্থিক পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। সেই আশঙ্কা থেকেই কেন্দ্রীয় মন্ত্রী সহ সমস্ত সাংসদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাজ্যপালদের বেতন ৩০ শতাংশ কেটে নেওয়ার জন্য অর্ডিন্যান্স জারি করেছে সরকার। দেশের একমাত্র রাজ্য হিসেবে তেলেঙ্গানা সরকারও বিধায়ক, মন্ত্রী সহ সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীদের বেতন কাটছাঁট করেছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button