Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাসে মাসে আর বেশি টাকা রিচার্জ নয়, এইভাবে বাঁচান প্রিপেইড প্ল্যানের টাকা, জানুন পদ্ধতি

গত বছরের গোড়ার দিকে সব টেলিকম অপারেটর সংস্থা তাদের দাম বাড়িয়েছিল। যা সেইসমস্ত সিম ব্যবহারকারী গ্রাহকদের কাছে মোটেই সুখবর ছিল না। প্রথমে জিও, তারপর আস্তে আস্তে এয়ারটেল ও ভোডাফোন তিন…

Avatar

গত বছরের গোড়ার দিকে সব টেলিকম অপারেটর সংস্থা তাদের দাম বাড়িয়েছিল। যা সেইসমস্ত সিম ব্যবহারকারী গ্রাহকদের কাছে মোটেই সুখবর ছিল না। প্রথমে জিও, তারপর আস্তে আস্তে এয়ারটেল ও ভোডাফোন তিন সংস্থাই তাদের দাম ৪০-৪২% বাড়ায়।

যারফলে গ্রাহকদের কপালে চিন্তার ভাজ পড়ে। কিন্তু একটু হিসেব করলেই অনেক টাকা বাঁচানো যেতে পারে। যদিও বিষয়টি পুরোপুরি গ্রাহকদের উপরই নির্ভর করে। জিও ব্যবহারকারী গ্রাহকেরা যদি প্রতি মাসে ১৯৯ টাকা রিচার্জ না করে এক বছরের জন্য যদি তিনি রিচার্জ করেন তাহলে তাহলে গ্রাহকেরা ৪০০-৫০০ টাকা বাঁচাতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : চাপের মুখে গ্রাহকদের জন্য দুর্দান্ত প্ল্যান আনল Vodafone

জিওতে একবছরের প্ল্যান রয়েছে ২০২০ টাকায়। এই প্ল্যানে গ্রাহকেরা ৩৬৮ টাকার কাছাকাছি বাঁচাতে পারবেন। এতে প্রতিদিন দেড় জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এছাড়া ভোডাফোনের গ্রাহকেরা ২৩৯৯ টাকা ও আইডিয়ায় ২৩৯৮ টাকার রিচার্জ করলে সেইসমস্ত গ্রাহকেরা অনেক টাকা বাঁচাতে পারবেন। এয়ারটেলের গ্রাহকরা যদি মাসিক ২৪৯ টাকা খরচ করেন সে ক্ষেত্রেও তাদের ২৯৮৮ টাকা বছরে খরচ হবে।

About Author