Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অভিষেক-ঐশ্বর্য্যের বিয়ের পোশাক তৈরি করেছিল শর্বরী দত্ত, রইল তারই কিছু ঝলক

প্রয়াত হয়েছেন ফ্যাশন জগতের উজ্জ্বল নক্ষত্র শর্বরী দত্ত। দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা শেষ করে যুক্ত হন ফ্যাশন জগতের সঙ্গে৷ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওয়্যার ফর ম্যান কে ফ্যাশনের মর্যাদা দিয়েছেন তিনিই। এমনকি…

Avatar

প্রয়াত হয়েছেন ফ্যাশন জগতের উজ্জ্বল নক্ষত্র শর্বরী দত্ত। দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা শেষ করে যুক্ত হন ফ্যাশন জগতের সঙ্গে৷ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওয়্যার ফর ম্যান কে ফ্যাশনের মর্যাদা দিয়েছেন তিনিই। এমনকি আন্তর্জাতিক স্তরেও কাজ করেছেন শর্বরী। কখনো সাজিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে, তো কখনো বলিউডের বিদ্যা বালানকে তো কখনো অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইকে। এমনকি সঞ্জয় লীলা বনসালির জন্যেও কাজ করেছেন শর্বরী দত্ত।রঙীন ধুতির প্রচলন করেছিলেন শর্বরী নিজেই। রইল কিছু কালেকশন…………………অভিষেক-ঐশ্বর্য্যের বিয়ের পোশাক তৈরি করেছিল শর্বরী দত্ত, রইল তারই কিছু ঝলকঅভিষেক-ঐশ্বর্য্যের বিয়ের পোশাক তৈরি করেছিল শর্বরী দত্ত, রইল তারই কিছু ঝলকঅভিষেক-ঐশ্বর্য্যের বিয়ের পোশাক তৈরি করেছিল শর্বরী দত্ত, রইল তারই কিছু ঝলকঅভিষেক-ঐশ্বর্য্যের বিয়ের পোশাক তৈরি করেছিল শর্বরী দত্ত, রইল তারই কিছু ঝলকএমনকি, একাধিকবার বচ্চন পরিবার সেজে উঠেছিলো তাঁরই পোশাকে। ঐশ্বর্যের বিয়ের সময় মা বৃন্দা রাই শর্বরী দত্তকেই প্রথম ফোন করেন। তাঁর হাতে করা ডিজাইনেই সেজেছিলেন বচ্চন ঘরণী।অভিষেক-ঐশ্বর্য্যের বিয়ের পোশাক তৈরি করেছিল শর্বরী দত্ত, রইল তারই কিছু ঝলকঅভিষেক-ঐশ্বর্য্যের বিয়ের পোশাক তৈরি করেছিল শর্বরী দত্ত, রইল তারই কিছু ঝলক১৬ তারিখ শেষ ডিনারে মায়ের সঙ্গে দেখা হয়েছিলো ছেলের। এরপর আর দেখা হয়নি। বৃহস্পতিবার রাত ১১ টায় শর্বরী দত্তের নিথর দেহ উদ্ধার হয় বাথরুমেই। বর্তমানে শর্বরী দত্তের শরীর ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে রয়েছে। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে হরমোনের ওষুধ সেবন করতেন বলে জানান শর্বরী দত্তের পুত্রবধূ। আপাতত তাঁর শরীরের ময়না তদন্তের পরেই জানা যাবে বিস্তারিত তথ্য। তবে, বলা বাহুল্য ফ্যাসানিস্তা শর্বরী দত্তের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।
About Author