একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে দলবদল ট্রেন্ডে গা ভাসিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন একাধিক মুখ চেনা তৃণমূল নেতা। বিজেপির প্রচারের রমরমা দেখে মনে হয়েছিল এবার হয়তো বাংলার মসনদে জায়গা পাচ্ছেন গেরুয়া শিবির। কিন্তু বাস্তবে ঘটল উলটপুরান। বাংলার মানুষ বিপুল ভোটে বাংলার মেয়েকে জয়যুক্ত করলেন। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্যেই আবার দল থেকে নেতাদের ঘর ওয়াপসি করার ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
গতকাল অর্থাৎ শুক্রবার সর্বসমক্ষে টুইট করে এককালে তৃণমূলের দাপুটে বিধায়ক সোনালী গুহ তৃণমূলে ফিরে আসার কাতর আর্জি জানান। তার পথ অনুসরণ করেই আজ অর্থাৎ রবিবার তৃণমূলের ফেরার কাতর আবেদন জানালেন সরলা মুর্মু। দলত্যাগ করার আক্ষেপ প্রকাশ করে তিনি তৃণমূলে ফিরতে চান বলে তৃণমূল সুপ্রিমোর কাছে আবেদন করেছেন তিনি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “আমি ভুল বুঝতে পেরেছি। মমতা ব্যানার্জির সাথে ভবিষ্যতে কাজ করতে চাই। ভোটের ফলাফলের পর দলবদলকারীদের স্বাগত জানিয়েছিলেন দিদি। সেই ডাকে সাড়া দিয়ে আজ আমি আবেদন করছি।” অবশ্য তৃণমূল দলের তরফে জানানো হয়েছে সরলা মূর্মুর কোন আবেদন তারা পায়নি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত উল্লেখ্য, একুশে বাংলা বিধানসভা নির্বাচনে ভোট বাংলার খবরের শিরোনামে এসেছিলেন মালদার এই জননেত্রী। তাকে দলের পক্ষ থেকে মালদার হবিবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়। কিন্তু তার এই আসন পছন্দ হয়নি। তিনি পুরাতন মালদা থেকে লড়াই করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে সেই আসন না দেওয়ায় দলের প্রতি অভিমান করে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। সেখানে পছন্দমত আসন পাওয়া তো দূর অস্ত, কোন জায়গাতেই প্রার্থী হতে পারেননি তিনি। তাই হয়তো ভোট মিটতে আবারো ঘর ওয়াপসির ইচ্ছা হয়েছে মালদার প্রাক্তন তৃণমূল নেত্রীর।