ভাইরাল & ভিডিও

বিমানবন্দরে মা অঞ্জলির সাথে পৌঁছালেন সারা টেন্ডুলকার, সাদামাটা লুকে মন জয় করলেন সকলের

শচীন কন্যা সারা টেন্ডুলকার সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়

×
Advertisement

ভারত তথা গোটা বিশ্ববাসীর কাছে ক্রিকেটের ঈশ্বর একজনই। তিনি হলেন সকলের প্রিয় মাস্টার ব্লাস্টার, শচীন টেন্ডুলকার। তার অসামান্য কীর্তি এবং দুর্দান্ত সব ইনিংস কখনোই ভোলার নয়। শচীনের গোটা ক্রিকেট ক্যারিয়ার একাধিক রেকর্ডে সুসজ্জিত। আর সেইজন্যই গোটা বিশ্বের কাছে পরিচিত তিনি। প্রায় নিজের ক্যারিয়ারের জন্য সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। তবে সম্প্রতি নিজের মেয়ে সারা টেন্ডুলকারের জন্য নেটদুনিয়ার শিরোনামে এসেছেন তিনি।

Advertisements
Advertisement

শচীন কন্যা সারা টেন্ডুলকার প্রায় সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন। সারাকে যে দেখতে অপ্সরার মতো তা বলার অপেক্ষা রাখে না। তার বেশিরভাগ ছবি সোশ্যাল মিডিয়াতে আসলেই ভাইরাল হয়ে যায়। তবে আপনাদের জানিয়ে রাখি সারার প্রসঙ্গে ইন্টারনেট দুনিয়াতে বিভিন্ন ধরনের আলোচনা হয়েই থাকে। অনেকের মতে ক্রিকেটার শুভমান গিলের সাথে সম্পর্ক রয়েছে সারার। তবে অতিসম্প্রতি শচীন টেন্ডুলকারের মেয়ে সারার বেশ কয়েকটি ছবি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে সারার প্রেমে পড়েছেন অনেকেই।

Advertisements

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে মা অঞ্জলি এবং বাবা সচিন তেন্ডুলকারের সাথে বিমানবন্দরে পৌঁছেছেন সারা টেন্ডুলকার। সেখানে তারা পৌঁছাতেই রীতিমতো পাপ্পরাজিরা তাঁদের ঘিরে ধরেন। বিমানবন্দরে বেশ সাদামাটা লুকেই ছিলেন সারা। হালকা মেকআপ এবং সেই সাথে তার কিউট স্মাইল মন জয় করে নিয়েছে অনেকের। সাদামাটা সাজের পর সচিন কন্যার এমন রূপের ঝলক দেখে পাগল হয়েছেন প্রচুর নাগরিকরা।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button