Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুশান্তের ফার্ম হাউসে এসে কী করতেন সারা আলি খান, ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে এখন সুশান্ত সিং রাজপুতের প্রসিদ্ধ ‘হ্যাং আউট ভিলা’। এই ফার্ম হাউস নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা, অভিযোগ। গত সোমবার এনসিবির তরফে চালানো হয় এই ফার্ম হাউসে…

Avatar

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে এখন সুশান্ত সিং রাজপুতের প্রসিদ্ধ ‘হ্যাং আউট ভিলা’। এই ফার্ম হাউস নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা, অভিযোগ। গত সোমবার এনসিবির তরফে চালানো হয় এই ফার্ম হাউসে তল্লাশি।

তল্লাশি চালানোর সময় এলাকার এক ব্যক্তি নিজেকে ফার্ম হাউসের কেয়ারটেকার বলে দাবি করেন। তাঁর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলল এবার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেয়ারটেকারের বক্তব্য, একসময় দিনের পর দিন ফার্ম হাউসে কাটিয়েছেন অভিনেত্রী সারা আলী খান। এরপর রিয়া চক্রবর্তীও আসতেন এখানে ঘন ঘন। গত বছর রিয়ার জন্মদিনও প্রচন্ড সমারোহের সঙ্গে পালন করা হয়েছিল এই ফার্ম হাউসেই। সারা বা রিয়া ফার্ম হাউসে রাত কাটিয়ে যেতেন বলে দাবি কেয়ারটেকারের। সেই সঙ্গে তাঁরা স্মোকিং পেপার আনাতেন বলেও জানাচ্ছেন ওই ব্যক্তি।

আবার ফার্ম হাউসে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও মাদকচক্রের অভিযোগে গ্রেফতার জায়েদ বিলাত্রাও এসেছেন বলে জানা যাচ্ছে।

About Author