Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সারা আলি খান এখন অতীত, এই নারীর প্রেমে মশগুল ক্রিকেটার শুভমান গিল

ভারতীয় তরুণ, হ্যান্ডসাম ক্রিকেটার শুভমান গিল (Shubham Gill) এখন অনেক মেয়েরাই ক্রাশ। কম বয়স, খেলোয়াড়, হ্যান্ডসাম সব মিলিয়ে মেয়েরা যেন সোনায় সোহাগা। আর হবে নাই বা কেন, এমন মানুষ কতজনের…

Avatar

ভারতীয় তরুণ, হ্যান্ডসাম ক্রিকেটার শুভমান গিল (Shubham Gill) এখন অনেক মেয়েরাই ক্রাশ। কম বয়স, খেলোয়াড়, হ্যান্ডসাম সব মিলিয়ে মেয়েরা যেন সোনায় সোহাগা। আর হবে নাই বা কেন, এমন মানুষ কতজনের ভাগ্যে জোটে? তবে, চর্চা বলছে শুভমান নাকি শচীন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে ডেট করছেন। দুজনের মধ্যে একটা রসায়ন যে তৈরি হয়েছে সেটি অনেকের নজরে এসেছে। যদিও সারা আলি খান নাকি সারা তেন্ডুলকর এই নিয়ে কিছুদিন যাবৎ বেশ গসিপ চলে, অবশেষে ক্রিকেটারের ভক্তরা সিউর হয় এই গসিপ কুইন হলেন সারা তেন্ডুলকর। তাহলে কি ক্রিকেটারের জামাই ক্রিকেটার হবেন? সেটা অবশ্য সময় বলবে।

গসিপের মধ্যে আরেকটি গসিপ তৈরি হয়েছে, যেখানে শুভমান গিলকে দেখা গিয়েছে অন্য একটি মেয়ের সঙ্গে ফুল বিনিময় করতে। মেয়েটি হাসতে হাসতে ফুল উপহার করছেন আর শুভমান হাসি মুখে সেই ফুল নিচ্ছেন। ছবিটি ভাইরাল হতেই তার ভক্তরা দাবি করেন যে শুভমান হয়তো সারা তেন্ডুলকরকে প্রতারণা করছেন। ব্যাপারটি কতটা সত্য সেটা সময় বলবে ঠিকই, তবে ভাইরাল হওয়া ছবিটি ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘটনা হল, শুভমান সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ নীহারিকার (Niharika NM) সঙ্গে একটি কোলাবোরেশন ভিডিয়ো করেছেন তিনি। সেই ভিডিয়োটি বানানো হয় এই মর্মে যে, প্রথম ডেটে গিয়ে কেমন ধরনের কথাবার্তা হয়। ভিডিয়োর ক্যাপশনে নীহারিকা লেখেন, ‘আমি জানি না এটা ডেট ছিল নাকি ম্যাজিক শো।’ ভিডিওটি বেশ মজাদার, যেখানে শুভমান প্রথমেই নীহারিকাকে বলেছেন যে আমি তোমার চুল খুব পছন্দ করি, এরপর কথা এগোতে থাকে আর একটা মজাদার এন্ডিং হয়। দেখুন সেই ইনস্টাগ্রাম ভিডিওটি।

প্রসঙ্গত, বর্তমানে, শুভমান গিল এবং সারা দুজনেই এই মুহূর্তে লন্ডনে রয়েছেন৷ শুভমানএর ফ্যানেরা নিশ্চিত যে এই তরুণ জুটির ডেটিং করছেন নিশ্চয়। যদিও, এই ইয়ং কাপল সত্যিই ডেটিং করছেন কিনা তা নিয়ে অফিসিয়াল কোনও খবর নেই। এদিকে, সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা নিশ্চিত যে গিল এবং সারা-র মধ্যে একটা কেমিস্ট্রি নিশ্চিতভাবেই আছে।

About Author