Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছোটবেলায় রাস্তায় নেচে টাকা ইনকাম করতেন সারা আলি খান, তুমুল ভাইরাল ভিডিও

সারা আলি খান যিনি পতৌদি পরিবারের সদস্যা, মনসুর আলি খান পতৌদির নাতনী, সেই তিনি কিনা নেচে ভিক্ষা করে টাকা তুলতেন? পরপর তিনটে মুভি করে নিলেন, এরপরেও ভিক্ষা কেন? তবে কি…

Avatar

সারা আলি খান যিনি পতৌদি পরিবারের সদস্যা, মনসুর আলি খান পতৌদির নাতনী, সেই তিনি কিনা নেচে ভিক্ষা করে টাকা তুলতেন? পরপর তিনটে মুভি করে নিলেন, এরপরেও ভিক্ষা কেন? তবে কি শ্যুটিং করছিলেন সারা? নাহ এমনটাও নয়। আপাতত নতুন কোন শ্যুটিং তিনি করছেন না। ‘কুলি নং ওয়ান’ এর প্রোমোশনে নেমেছেন বরুণ ধাওয়ানের সঙ্গে। তাহলে কেন ভিক্ষা করছেন অভিনেত্রী?

নিজের এমন ভিক্ষাবৃত্তির কথা সারা নিজেই বলেন। কোন শ্যুটিং নয়। সত্যি সত্যি তিনি ভিক্ষা করে ছিলেন। ঘটনাটি ঘটেছিল যখন সারা একদম ছোট্ট। তখনও সারা তাঁর বাবা সাইফ ও মা অমৃতার সঙ্গে থাকতেন। একবার বাবা মা ভাইয়ের সঙ্গে শপিং করতে গিয়েছিলেন তিনি। সেখানে সাইফ-অমৃতা দোকানে ঢুকে যায়, কিন্তু সারা রাস্তায় দাড়িয়ে থাকে দোকানের বাইরে। সদ্য নাচের স্কুলে ভর্তি হওয়া মেয়ে রাস্তাতেই নেচে ওঠে। ব্যাস যেই না নাচ শুরু তক্ষুনি কিছু পথচারী সারাকে কিছু টাকা দেন। সারা নাকি প্রথমে হতবাক হয়েছিলেন। পরে অবশ্য বুঝেছিলেন যে সবাই তাঁর নাচ পছন্দ করছে তাই এভাবেই নেচে যাওয়া উচিত তাঁর। ইতিমধ্যেই দোকান থেকে বেরিয়ে আসেন সইফ-অমৃতা। হাউজ হেল্পার তাঁকে জানান, সারা এত কিউট, যে তাঁকে দেখে সকলে টাকা দিয়ে গিয়েছে । তখন অমৃতা বলেন, কিউট নয়, ওঁকে ভিখারি ভেবে টাকা দিয়ে গিয়েছে। চলুন সারার মুখ থেকেই শুনে নিই!

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত কিছুদিন আগে সারার আরেকটি ভিডিও ভাইরাল হয় যেখানে সারা বরুণকে বলছেন, ‘নক নক, ক্যাশ? ‘বরুণ বলছেন কিসের ক্যাশ? সারা বলছেন দিওয়ালির জন্য দেবে। আসলে আগামী মাসের ২৫ তারিখ অর্থাৎ ২৫ শে ডিসেম্বর মুক্তি পাবে ডেভিড ধাওয়ানের ‘কুলি নম্বর ওয়ান’। সেই ছবির প্রোমোশনের জন্য ময়দানে নেমেছেন সারা আলি খান।

About Author