ভাইরাল & ভিডিওবিনোদন

Sapna Dance: টাইট পোশাকে মঞ্চের উপরে দাঁড়িয়ে দারুন নাচ স্বপ্না চৌধুরীর, প্রচুর শোরগোল সৃষ্টি হয়েছে

এই ভিডিওটি এখন ইউটিউব দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়

Advertisement
Advertisement

আজকালকার দিনে সারা ভারতে হরিয়ানভি গানের একটা চল শুরু হয়েছে। আর এই চল শুরু হয়েছে সেই ইন্ডাস্ট্রির বেশ কিছু নৃত্যশিল্পীদের জন্য। তাদের স্টেজ শো এখন সারা ভারতে বেশ জনপ্রিয়। শুধুমাত্র হরিয়ানাতে নয়, দক্ষিণ ভারতীয় বলতে গেলে এই ধরনের গানের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে ধীরে ধীরে। পূর্ব ভারতে এবং বাংলায় অনেকেই আছেন যারা হরিয়ানভি গান শুনতে বেশ পছন্দ করেন। যেরকমভাবে ভোজপুরি গান আজকালকার দিনে ট্রেন্ডিং হয়েছে, এরকম ভাবেই জনপ্রিয়তা পেয়েছে হরিয়ানভি গান। আর এই হরিয়ানভি গানের জনপ্রিয়তার প্রধান ক্রেডিট দিতে হয় এই হরিয়ানভি জগতের সব থেকে বড় শিল্পী স্বপ্না চৌধুরীকে। প্রতিটি গানের ভিডিও এবং নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করে এবং মিলিয়ন এর উপরে ভিউ থাকে সেই সমস্ত ভিডিওতে। অনেকেই এই সমস্ত গান এবং নাচের ভিডিও করে লাখ লাখ টাকা রোজগার করেন ইউটিউবের মাধ্যমে। তার সাথে সাথেই সোশ্যাল মিডিয়াতেও একটা জনপ্রিয়তা তৈরি হয় স্বপ্না চৌধুরীর।

Advertisement
Advertisement

স্বপ্না চৌধুরীর নাম নিলেই সবার আগে উঠে আসে রাগিনি প্রতিযোগিতার কথা। আগে রাগিনী প্রতিযোগিতা শুধুমাত্র পাঞ্জাবে সীমিত থাকলেও এখন সারা ভারতে বিভিন্ন জায়গায় রাগিনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। হরিয়ানার একটি গ্রামে প্রায় বছর ছয়েক আগে রাগিনী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন স্বপ্না চৌধুরী। বলতে গেলে স্বপ্না চৌধুরীর নাচের কোন জবাব নেই। তিনি এতটাই আকর্ষণীয় ডান্স করতে পারেন যে তাকে দেখে যে কেউ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। স্বভাবতই সেই ভান্ডারা অনুষ্ঠানে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিলেন স্বপ্না কে দেখতে।

Advertisement

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তার একটি নতুন নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এই নাচের ভিডিওতে তাকে দেখা গেছে একটি হরিয়ানভী গানের সঙ্গে দারুন নাচ করতে। একেবারে টাইট আটোসাটো পোশাকে তাকে দেখা গেছে নাচ করতে। আর তার এই নাচ দেখে বৃদ্ধরাও নিজেদের সামলাতে পারেননি। তারাও এই নাচের তালে তালে করেছেন ব্যাপক নাচ। এই নাচের ভিডিওটি এখন সব জায়গায় হয়ে গেছে ব্যাপক ভাইরাল। বহু বহু মানুষ এই ভিডিওটি শেয়ার করছেন।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button