হরিয়ানার ডান্সিং কুইন কে? এই প্রশ্নের উত্তরে সকলেই এক বাক্যে নাম নেবে স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary)। কারণ, মাত্র ১২ বছর বয়স থেকে স্বপ্না দর্শকদের মাতিয়ে রেখেছেন। একের পর এক স্টেজ শো থেকে শুরু করে বিভিন্ন অ্যালবামে নৃত্য পরিবেশন করে স্বপ্না এখন স্টার।
হরিয়ানায় যদি কেউ নাচকে সবচেয়ে বিখ্যাত করে থাকেন, তবে সেই নাম হবে স্বপ্না চৌধুরীর। দেশ বিদেশের মানুষ আজ স্বপ্নাকে চেনে এক নামে। তার কঠোর পরিশ্রম তাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে শুধু হরিয়ানায় নয়, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব, দিল্লি, রাজস্থানের মতো দেশের অন্যান্য রাজ্যেও নাচের অনুষ্ঠান করার জন্য তার ডাক আসে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিছুদিন আগেও স্বপ্নাকে পাওয়া যায় বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস-এ। এরপর বিয়ে, সন্তান। তারপরেও একের পর এক স্টেজ শো করে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। হরিয়ানার এই ডান্সিং কুইন এখন এতটাই জনপ্রিয়তা পেয়েছেন যে তার নাচ রীতিমত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
শুধু স্বপ্না নন, ভোজপুরি ইন্ডাস্ট্রির বেশিরভাগ শিল্পীরা এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকরা পছন্দ করছে ওপেন স্টেজ শোয়ের মশলাদার নাচ। উল্লেখ্য, এরমধ্যে স্বপ্নার একটি পারফরম্যান্স নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে, যেখানে প্রায় 5000 মানুষ লাইক করেছে ও 86 লাখ বার দেখা হয়েছে। গানটির নাম ‘ম্যায় তেরি নাচাই নাচু’। এই গানের সঙ্গে দমদার পারফর্ম করেই স্বপ্না এখন ভাইরাল। চলুন দেখা যাক সেই অসামান্য পারফরম্যান্স।