বিগত কয়েক বছরে ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে বিনোদন জগতের পরিধি বেড়েছে চোখে পড়ার মতো। বিশেষ করে ইউটিউব, ফেসবুক সহ ইনস্টাগ্রামের মত জনপ্রিয় অ্যাপ্লিকেশনের হাত ধরে আজ বিনোদনের নতুন রসদ খুঁজে পেয়েছেন বিনোদন প্রেমীরা। যেখানে কয়েক বছর আগে বিনোদন জগৎ মানেই ছিল বলিউডের হাতে গোনা কয়েকটি সিনেমা, সেখানে আজ ভারতীয় যুবতীদের সাহসিকতার কারণে বলিউডের ধারাবাহিকতা কমেছে চোখে পড়ার মতো। বর্তমানে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্রেমীরা ডিজিটাল প্লাটফর্মে ভারতীয় যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিওগুলি উপভোগ করে নিজের অবসর সময় উদযাপন করতে বেশি পছন্দ করছেন।
হরিয়ানার যুবতীদের সাহসিকতা
আমরা আপনাদের বলি, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সাহসী ডান্সের ক্ষেত্রে সোফিয়া আনসারী, অ্যাঞ্জেল রাই, ববিতা শেরা সহ অঞ্জলি আরোরার মত অগণিত যুবতীদের অস্তিত্ব থাকলেও যাদের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় সাহসী নাচের ভিডিও যুক্ত হয়েছে, তারা হলেন হরিয়ানার সেক্সি যুবতী। স্বপ্না চৌধুরী, সুনিতা বেবি, মুসকান বেবি, পায়েল চৌধুরী, রচনা তিওয়ারির মতো একাধিক সাহসী নৃত্যশিল্পীদের হাত ধরে আজ হরিয়ানাভি ডান্স পরিণত হয়েছে একটি ইন্ডাস্ট্রিতে। যা শুধুমাত্র ভারতবর্ষে নয়, পুরো পৃথিবীতে কোটি কোটি সোশ্যাল মিডিয়া প্রেমীরা উপভোগ করছেন।
ভাইরাল হচ্ছে স্বপ্না চৌধুরীর এই ভিডিও
তবে সাহসী ডান্সের ক্ষেত্রে যিনি সবাইকে টক্কর দিয়েছেন, তিনি হলেন স্বপ্না চৌধুরী। টাইট স্যুট হোক কিংবা খোলামেলা শাড়ি, সর্বক্ষেত্রেই সাহসিকতা দেখিয়েছেন এই সাহসী নৃত্যশিল্পী। বর্তমানে স্বপ্না চৌধুরীর একটি সংক্ষিপ্ত নাচের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে। যেখানে তাকে টাইট স্যুটে আলোকোজ্জ্বল স্টেজে নিজের বুকের নরম অঙ্গ ঝাঁকিয়ে উত্তপ্ত ডান্স করতে দেখা গেছে। ভিডিওটি দেখার পর একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন,”ফের পুরনো ছন্দে ফিরেছেন স্বপ্না চৌধুরী”। অন্য একজন লিখেছেন,”এইজন্য তুমি সবার সেরা”। দেখুন স্বপ্না চৌধুরীর সর্বশেষ নাচের ভিডিওটি-
View this post on Instagram