Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বপ্না চৌধুরির আরও এক হট পারফরম্যান্স, নোটের পর নোট উড়ছে হাওয়ায়

হরিয়ানার দুনিয়ায় অনেক রানী এসে তাদের প্রতিভা ছড়িয়ে দিলেও স্বপ্না চৌধুরীর দূর-দূরান্তে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। স্বপ্না চৌধুরি যখন মঞ্চে আসেন, তখন তিনি তার ভক্তদের সবাইকে পাগল করে দেন। তার জনপ্রিয়তা…

Avatar

হরিয়ানার দুনিয়ায় অনেক রানী এসে তাদের প্রতিভা ছড়িয়ে দিলেও স্বপ্না চৌধুরীর দূর-দূরান্তে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। স্বপ্না চৌধুরি যখন মঞ্চে আসেন, তখন তিনি তার ভক্তদের সবাইকে পাগল করে দেন। তার জনপ্রিয়তা কোনও বলিউড অভিনেত্রীর চেয়ে কম নয়, যিনি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভালবাসা এবং স্নেহও পান। আপনি যদি তার ইউটিউব ভিডিও না দেখে থাকেন, তাহলে আপনি আসলে এখনও কিছুই দেখেননি।

এদিকে স্বপ্না চৌধুরীর ইউটিউব ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ক্রমবর্ধমান ভাইরাল হচ্ছে, যা দেখে সবাই পাগল হয়ে যাচ্ছে প্রায়। আপনি যদি তার ইউটিউব ভিডিও না দেখে থাকেন, তাহলে আর দেরি না করে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে দেখে নিন। এরই মধ্যে তার আরও একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল হিট হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে আপনি দেখতে পাবেন যে স্বপ্না চৌধুরীকে সবার ভিতরের উত্তাপ বৃদ্ধি করে চলেছেন সমানে, যেখানে তার উপর নোটেরও বৃষ্টি হচ্ছে। গোলাপী স্যুটে স্বপ্না চৌধুরীকে খুব হট দেখাচ্ছে। তার আগেও তার অনেক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলোড়ন তুলেছে ও প্রবেশ করেছে আলোচনায়। স্বপ্না চৌধুরীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে গুঞ্জন তৈরি করছে। সুপারহিট গান ‘গুন চাচলি’-তে নাচতে দেখা যায় স্বপ্নাকে। জনপ্রিয় এই হরিয়ানভি গানটি গেয়েছেন নরেন্দ্র ভাদানা ও পুনম গোস্বামী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পাশাপাশি গানটির অফিশিয়াল ভিডিওতেও স্বপ্না চৌধুরীকে বেশ সুন্দর দেখাচ্ছে। তার সঙ্গে রয়েছেন মনীশ বাব্বর, সন্দীপ, মনমোহন বাজলপুরিয়া এবং দয়াল পেহলওয়ান। এ ছাড়া ‘গুন চালেগা’ গানের গীতিকার নরেন্দ্র ভাদানা। সংগীত পরিচালনা করেছেন সঞ্জয় শর্মা। এ ছাড়া স্বপ্নার এই নাচের ভিডিওটি ইউটিউবে কয়েক মাস আগে ‘স্বপ্না এন্টারটেইনমেন্ট’ চ্যানেলে মুক্তি পায়। এখন পর্যন্ত গানটি বেশ কয়েক লাখ বার দেখা হয়েছে ভিডিওটি।

About Author