বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এলাকায় স্বপ্না হল সেই স্বপ্ন সুন্দরী যে কিনা নেচে মানুষের মন জয় করতে ওস্তাদ। যেকোনো গানে স্বপ্না নেচে ঝড় তুলতে পারেন। সেরকমই তিনি যখনই কোনো মিউজিক ভিডিওতে কাজ করেন সেটা বেশিরভাগ সময় ভাইরাল হয়। সম্প্রতি, আবারও স্বপ্না (Sapna Choudhary) ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এখনও পর্যন্ত, স্বপ্না চৌধুরীর নাচের ভিডিওতে 4.5 মিলিয়ন ভিউ এসেছে এবং বহু নেট জনতা নাচের প্রশংসা করেছেন। Theke Ali gali গানে জমজমাট নেচে স্বপ্না উপস্থিত সমস্ত দর্শকদের মধ্যে এমন উত্তেজনা তৈরি করেন যে ওই ভিডিও রাতারাতি হিট হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হিট নর্তকী হলেন স্বপ্না চৌধুরী। মা হওয়ার পরেও এতটুকু গ্ল্যামার কমেনি। বরং চুটিয়ে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন। সম্প্রতি, ইউটিউবের মাধ্যমে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে, যা আমরা নিশ্চয় দেখবো। তবে, বলে রাখা ভালো যে অভিনেত্রী স্বপ্না সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। প্রায় সময় নিজের স্টেজ শোয়ের ভিডিও পোস্ট করেন তিনি।বলাবাহুল্য, অভিনেত্রী তথা নর্তকী স্টেজে উঠলেই মোটা টাকার বৃষ্টি হয়, উচ্ছ্বসিত হয়ে পড়েন অনুরাগীরা। সম্প্রতি তার পোস্ট করা ভিডিওতে বহু অনুরাগী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন স্বপ্নাকে।
দেখুন স্বপ্না চৌধুরীর Theke Ali gali নাচের ভিডিওটি, যেখানে উচ্ছসিত দর্শকরা বলেছেন, ‘স্বপ্নার মতো কেউ নেই’ আবার কেউ বলছেন, ‘তোমার নাচে জাদু আছে’। দেখুন ভিডিও।