Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাথায় ঘোমটা টেনে দেদার নাচ করলেন ড্যান্সিং কুইন, দর্শকরা মাতলেন স্বপ্নার জাদুতে, রইলো ভিডিও (VIDEO)

উফ্ সেকি নাচ। হরিয়ানার ড্যান্সিং কুইন এর ওরকম মারাত্মক নাচ দেখলে আপনিও পাগল হয়ে যেতে পারেন। যদিও বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ে কোনো অনুষ্ঠান হলেই নর্তকীদের ডাক পড়ে, ওরাই পুরো অনুষ্ঠান মাতিয়ে…

Avatar

উফ্ সেকি নাচ। হরিয়ানার ড্যান্সিং কুইন এর ওরকম মারাত্মক নাচ দেখলে আপনিও পাগল হয়ে যেতে পারেন। যদিও বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ে কোনো অনুষ্ঠান হলেই নর্তকীদের ডাক পড়ে, ওরাই পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখে নাচের জাদুতে। আজকাল, সোশ্যাল মিডিয়া আসাতে ওই সমস্ত নাচের এসেন্স সকলেই নিতে পারছে। সেইজন্য, আজকাল বিভিন্ন শোতে ভোজপুরি, রাজস্থানি, পাঞ্জাবি, হরিয়ানভি মিউজিক দেদার চলে, সাথে চলে নর্তকীদের খতরনাক ড্যান্স। সম্প্রতি, হরিয়ানার ড্যান্সিং কুইন স্বপ্না চৌধুরীর একটি ড্যান্স ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেট জনতা হুমড়ি খেয়ে দেখছে স্বপ্নার উপস্থিতি।

কিশোরী অবস্থা থেকে স্বপ্না মাতিয়ে রেখেছেন দর্শকদের। আজ স্বপ্না নিজেই একটা আস্ত ব্র্যান্ড। কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বিগ বস সমস্ত বড় বড় জায়গায় স্বপ্নার উপস্থিতি বুঝিতে দেয় তার খ্যাতি কতটা জোরদার। আট থেকে আশি আজকাল সকলেই প্রায় স্বপ্নার ভক্ত। সকলেই স্বপ্নার নাচের জাদুতে ফিদা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি, স্বপ্না চৌধুরীর একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে স্বপ্না সালোয়ার স্যুট পড়ে নাচ করতে করতে মাথায় ঘোমটা টেনে ঝুঁকে পড়েন। তার কিলিং ফিগার আর দুর্দান্ত নাচের স্টেপে ফিদা উপস্থিত দর্শকরা। যেই মঞ্চে স্বপ্না নাচ করছিলেন সেই মঞ্চে উপস্থিত দর্শকরা করতালিতে ফেঁটে পড়ছে, কেউ চিৎকার করে স্বপ্নাকে উৎসাহ দিচ্ছে তো কেউ স্বপ্নার তালে তালে কোমর দোলাচ্ছে।

স্বপ্নার যেই ভিডিও নিয়ে কথা হচ্ছে সেটা নিজেই নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করেছেন তিনি, ক্যাপশনে তিনি লিখেছেন ‘বানো…’। এখনও পর্যন্ত বহু মিউজিক অ্যালবামে স্বপ্না কাজ করেছেন। বানো তার আগামী প্রজেক্ট। যদিও এই অ্যালবামের পাশাপাশি সম্প্রতি মুক্তি পেয়েছে স্বপ্না চৌধুরীর ‘গুরশাল’, ‘ঘুম ঘাঘরা’, ‘ফাতফাতিয়া,’ ‘বাগদো’ এবং ‘বাংরো’-এর মতো হরিয়ানভি গানগুলি। এই গানগুলি ছাড়াও মুক্তি পেয়েছে স্বপ্না চৌধুরীর নতুন গান ‘ইন্ডিয়া গেট’ (নিউ হরিয়ানভি গান ইন্ডিয়া গেট)। তাহলে দেখে নিই স্বপ্নার আগামী প্রজেক্টের ভিডিও।

About Author