Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্যাকলেস স্যুট পরে ‘ড্যান্সিং কুইন’-এর মঞ্চ কাঁপানো নাচ, প্রশংসা উপচে পড়ছে কমেন্ট বক্সে (VIDEO)

হরিয়ানার জগতে এখন যে সবথেকে বেশি জনপ্রিয় তিনি হলেন ওয়ান অ্যান্ড ওনলি স্বপ্না চৌধুরী (Sapna Choudhary). সেই কিশোরী বয়স থেকে স্বপ্না স্টেজ শো করতে করতে এখন তিনি রীতিমত সেলিব্রিটি। কান…

Avatar

হরিয়ানার জগতে এখন যে সবথেকে বেশি জনপ্রিয় তিনি হলেন ওয়ান অ্যান্ড ওনলি স্বপ্না চৌধুরী (Sapna Choudhary). সেই কিশোরী বয়স থেকে স্বপ্না স্টেজ শো করতে করতে এখন তিনি রীতিমত সেলিব্রিটি। কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বিগ বসের ঘরে সব জায়গায় স্বপ্নার উপস্থিতি চোখে পড়ার মত। আজ স্বপ্নাকে দেশ বিদেশের মানুষ পর্যন্ত চেনে, তার খ্যাতি এখন বিশ্বজোড়া।

স্বপ্না চৌধুরী একটা সময় হরিয়ানভি থেকে পাঞ্জাবি, ভোজপুরি এবং বলিউডের ছবিতে আইটেম নম্বর দিয়ে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছিলেন। বিভিন্ন স্টেজে তার পারফরম্যান্স ছিল আগুনের গোলার মতন। এখনও তিনি বিভিন্ন ধরনের গানের সঙ্গে পারফর্ম করে দর্শকদের মাতিয়ে রাখেন। এর সাথেই তার যাত্রা বলিউডে পৌঁছে যায়। ‘দোস্তি কে সাইড এফেক্টস’ ছবির মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে তার অভিষেক হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ কথা বলবো স্বপ্নার নতুন অ্যালবাম নিয়ে, যেখানে স্বপ্না সালোয়ার স্যুটে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন। তার নতুন গান ‘স্যুট ইয়ো যাচ রাহা পাতিয়ালা’ এই মুহূর্তে ভাইরাল। দর্শকরা বিশেষ ভাবে পছন্দ করেছে স্বপ্নার নতুন এই অ্যালবামটি। স্বপ্নার শেয়ার করা ভিডিওটি এখন পর্যন্ত ইনস্টাগ্রামে ১৭ হাজারেরও বেশি লাইক পেয়েছে এবং লোকেরা কমেন্ট বক্সে এই গানটির যথেষ্ট প্রশংসা করেছেন। তাহলে আসুন, আপনিও স্বপ্নের এই ভাইরাল ভিডিওটি দেখুন।

রাতারাতি বিখ্যাত হননি স্বপ্না। দিনরাত পরিশ্রম করার পরেই স্বপ্না এখন একজন স্বনামধন্য অভিনেত্রী ও নর্তকী। দেশজোড়া খ্যাতি এখন তার ঝুলিতে।

About Author