‘তেরি আখোঁ কা ইয়ে কাজল’ গানের মধ্যে দিয়ে স্বপ্নার ( Sapna Choudhary)নাচ তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। এখন আট থেকে আশি প্রায় সকলেই স্বপ্না চৌধুরীকে এক নামে চেনে। শুধুমাত্র হরিয়ানভি ইন্ডাস্ট্রির দর্শক নয়, ভারতের বহু মানুষ স্বপ্নাকে এক নামে চেনে। অল্প বয়স থেকে কঠোর পরিশ্রম করা মেয়ে আজ যেই অবস্থান অর্জন করেছেন, তা অনেকেই স্বপ্ন দেখতে পারেন। একটা সময় বাবার ওষুধের মূল্য দিতে গিয়ে নিজের বাড়ি বন্ধক রাখেন। পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর সংসারের দ্বায়িত্বে কাঁধে তুলে নেন।
এখন স্বপ্না চৌধুরী নিজেই একটি ব্র্যান্ড। ক্যারিয়ারের প্রথম দিকে যেই পারফরম্যান্স দেখিয়েছেন তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আজ প্রায় প্রতিটি পার্টিতে লোক স্বপ্নাকে পছন্দ করে। অনেকে লাইভ শো করার জন্য স্বপ্নাকে আমন্ত্রণ জানান। এহেন, স্বপ্না এখন একজন নামজাদা সেলিব্রিটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনি কি জানেন স্বপ্নার কেরিয়ারের একেবারে প্রথম দিকের গান কোনগুলো ছিল? ‘তেরি আখোঁ কা ইয়ে কাজল’ দিয়ে বিশেষ পরিচিতি পেলেও ‘ধাই লিটার দুধ’-(dhai liter dudh gela 12 tikkad )এ স্বপ্না ঝড় তুলেছিলেন। যেখানে স্বপ্না শুরু থেকেই ধামাকাদার পারফরম্যান্স উপহার দেন, যা আজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
‘ধাই লিটার দুধ’-গানটি খুবই পুরনো। মিউজিক ভিডিওটি বেশ পুরনো। এখানে স্বপ্নাকে একটি সালোয়ার পড়ে নাচতে দেখা গিয়েছে। স্বপ্নার সঙ্গে একজন উপস্থিত দর্শক কোমর দুলিয়ে তাল দিচ্ছেন, ভিডিওটি এরইমধ্যে ফের ভাইরাল হয়। মানুষ চুটিয়ে উপভোগ করছে স্বপ্না চৌধুরীর পুরনো মিউজিক ভিডিও ‘ধাই লিটার দুধ’। দেখুন ভিডিও।