এই মুহূর্তে স্বপ্না চৌধুরী নিজের নাচের ঝলক শেয়ার করে নিয়েই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার গোটা ভক্তমহলকে ধন্যবাদ জানিয়েছেন, এতদিন ধরে তাকে সমর্থন করে তার পাশে থাকার জন্য। তার সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ভিডিওতে একটি বড় অনুষ্ঠানেই মঞ্চে ধামাকেদার, হিট হরিয়ানভি গানের তালেই দেখা মিলেছিল তার। এদিন অভিনেত্রীকে কালো সালোয়ার স্যুটেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সবসময়ের মতো এদিনও অভিনেত্রী নজর কড়েছিলেন সকলের, সেকথা যে আলাদাভাবে বলার নয় তা কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে। আর সম্প্রতি অভিনেত্রীর দেওয়া ধন্যবাদ যে তার ভক্তরা সাদরে গ্রহণ করেছেন, তা আলাদাভাবে উল্লেখ না করলেও চলবে।
প্রথমবারের মতো ইংরেজি গানে দেশি নাচ করলেন স্বপ্না চৌধুরী, এই দৃশ্য আগে দেখেননি
অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়।…

আরও পড়ুন