খেলাক্রিকেট

গুজরাটের বিরুদ্ধে হেরে ভূত রাজস্থান, ইডেনের পিচকেই দায়ী করলেন সঞ্জু স্যামসন

যদি ইডেনের পিচের বৈশিষ্ট্য এমন হয় তবে দুই ইনিংস মিলিয়ে ৩৯.৩ ওভারে কিভাবে ৩৭৯ রান করলেন ব্যাটসম্যানরা? ওভারপ্রতি ৯-র অধিক রান কিভাবে আসলো?

Advertisement
Advertisement

গতকাল আইপিএলের মেগা ম্যাচে সবাইকে অবাক করে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। ১৮৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় হার্দিক পান্ডিয়ার দলটি। এদিকে মেগা ম্যাচ শেষে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন পরাজয়ের কারণ হিসেবে ইডেন গার্ডেন্সের কাল পিচকেই দায়ী করলেন। যা ভাবিয়ে তুলেছে ক্রিকেট বিশেষজ্ঞদের।

Advertisement
Advertisement

ম্যাচশেষে সঞ্জু স্যামসন সংবাদমাধ্যমে বলেন, “পিচ কিছুটা হলেও চটচটে ছিল। প্রথমে বোলারদের সাহায্য করেছিল। এমনকি বল সুইং হয়েছিল। তবে ধীরে ধীরে সেই ভাব কেটে যেতে শুরু করে। বল থমকে আশা এমনকি অসম বাউন্সার লক্ষ্য করা গিয়েছিল। আমাদের ভাগ্য ভালো যে, আমরা পাওয়ার প্লেতে কিছুটা এগিয়ে গিয়েছিলাম। না হলে বড় রান তোলা কষ্টসাধ্য হয়ে পড়তো। যে করেই হোক আমরা যদিও সেই লক্ষ্য অর্জন করেছিলাম তবে খেলার দ্বিতীয় পর্বে পিচ সটান হয়ে যায়। যে কারণে রান তুলতে অসুবিধা হয়নি গুজরাটের।”

Advertisement

সঞ্জু স্যামসনের এমন মন্তব্য ঘিরে রীতিমতো হতাশা জেগেছে ক্রিকেট বিশেষজ্ঞদের মনে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, যদি ইডেনের পিচের বৈশিষ্ট্য এমন হয় তবে দুই ইনিংস মিলিয়ে ৩৯.৩ ওভারে কিভাবে ৩৭৯ রান করলেন ব্যাটসম্যানরা? ওভারপ্রতি ৯-র অধিক রান কিভাবে আসলো? রাজস্থান রয়্যালস পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৫ রান এবং শেষ পর্যন্ত ১৮৮ রানের ইনিংস কিভাবে খেললো? কিংবা অন্যদিকে গুজরাট টাইটানস পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬৪ রান এবং শেষ পর্যন্ত ১৯১ রান করল কিভাবে?

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button