টলিউডবিনোদন

ডি-গ্ল্যামারস অবতারেও সকলের মন ছুঁয়েছেন দেব-পাওলি, সৌজন্যে ‘সাঁঝবাতি’

Advertisement
Advertisement

কেয়া সেন : বড়দিনে পরিবারের বয়জেষ্ঠ, নিঃসঙ্গ, অসহায় মানুষদের একাকিত্বের গল্পই এবার পর্দায় তুলে ধরবেন পরিচালক জুটি শৈবাল বন্দোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়। বড় পর্দায় মুখ্য ভূমিকায় দেখা যাবে বাড়ির সবচেয়ে জরুরি তবে অবহেলায় থেকে যাওয়া সহকারীদের ও। হ্যাঁ, এই সবটাই একসঙ্গে দেখা যাবে ২০শে ডিসেম্বর থেকে বড় পর্দায়।

Advertisement
Advertisement

Advertisement

১৫ই নভেম্বর প্রকাশ্যে এসেছিল ছবির টিজার।শুক্রবার মুক্তি পেল “সাঁঝবাতি”-র ট্রেলার। ছানা দাদু আর সুলেখা দেবীর বার্ধক্যের একাকিত্ব, পাশাপাশি চাঁদু-ফুলির খুনশুটি থেকে দাদু দিদার সাপোর্ট সিস্টেম হয়ে থাকা, সবটার ঝলকই মিলেছে ১:৪৫ মিনিটের ট্রেলারে।

Advertisement
Advertisement

অভিনয় করেছেন ছবিতে। তবে “সাঁঝবাতি”-র ট্রেলার লঞ্চে সঞ্চালকের ভূমিকাতে সকলকে মাতিয়ে রাখলেন দেব। শোনালেন পরিচালক জুটির সঙ্গে “সাঁঝবাতি”-তে কাজ শুরু করার অজানা গল্পও।

পাওলির কথায়, “বর্তমানে সামাজিক যা অবস্থা, একাধিক পরিবার গুলিতে বয়স্কদের যা অবস্থান, সেখানে সাঁঝবাতি খুবই প্রাসঙ্গিক ছবি। তবে শুধুই যে শক্ত কথা আছে তা নয়।রাগ, ঝগড়া, অভিমান, বন্ধুত্ব, প্রেম সব রকম আবেগই রয়েছে।পাশাপাশি দেবের সঙ্গে আমি যে এই ছবিতে ফুলির চরিত্রে কাজ করতে পেরেছি,এতে আমি খুব খুশি”।

ছবির পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল মুখোপাধ্যায় শ্যুটিং শুরুর আগে অখুশি ছিলেন দেবের কাস্টিং নিয়ে, তবে ট্রেলার লঞ্চে এসে সকলকে জানিয়েদিলেন, “চাঁদুর চরিত্র দেব ছাড়া আর কেউ এভাবে পর্দায় তুলে ধরতে পড়তো না। একটা মানুষ যে কিভাবে ভাঙতে পারে অভিনয়ের স্বার্থে তা দেখিয়েছে দেব। বিশ্বাস না হলে অবশ্যই হলে গিয়ে দেখবেন সাঁঝবাতি।”

Advertisement

Related Articles

Back to top button