Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুম্বাইয়ে সঞ্জয় দত্তের বিলাসবহুল বাড়ি হার মানাবে আম্বানির বাড়িকেও, রইল অন্দরমহলের ছবি

বলিউড ইন্ডাস্ট্রিতে 'ব্যাড বয়' তকমা যদি কেও পেয়ে থাকেন, তাহলে তিনি হলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। তবে শত বিতর্ক মাঝেও, শুধুমাত্র অভিনয় দক্ষতার দমে লাখ লাখ ফ্যান রয়েছে এই অভিনেতার।…

Avatar

বলিউড ইন্ডাস্ট্রিতে ‘ব্যাড বয়’ তকমা যদি কেও পেয়ে থাকেন, তাহলে তিনি হলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। তবে শত বিতর্ক মাঝেও, শুধুমাত্র অভিনয় দক্ষতার দমে লাখ লাখ ফ্যান রয়েছে এই অভিনেতার। তাই তো যখন সঞ্জয় দত্ত ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তখন চোখে জল চলে এসেছিল অনেকের। আবার তিনি চর্চায় আসেন তাঁর ব্যক্তিগত জীবনের জন্য। আশির দশকে ড্রাগে আসক্ত হয়ে পড়া থেকে শুরু করে বেআইনি অস্ত্র রাখার জন্য সঞ্জুবাবাকে জেলেও যেতে হয়েছিল। তবে অসাধারণ অভিনয় দক্ষতার সুবাদে গোটা দেশের মধ্যে তাঁর জনপ্রিয়তা কম নয়। তিনি অভিনয় ক্যারিয়ারে একাধিক হিট হিন্দি ফিল্ম ভারতীয়দের উপহার দিয়েছেন।

মুম্বাইয়ে সঞ্জয় দত্তের বিলাসবহুল বাড়ি হার মানাবে আম্বানির বাড়িকেও, রইল অন্দরমহলের ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বলিউডে প্রথম শ্রেণীর তারকাদের মধ্যে অন্যতম হল এই সঞ্জুবাবা। নিজের ক্যারিয়ারের সাফল্যের ফল হিসেবেই সে বর্তমানে বেশ বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে সঞ্জয় দত্ত বর্তমানে মুম্বাইয়ের যে বাড়িতে থাকে তার দাম প্রায় ৪০ কোটি টাকা। বাড়ির দোতলায় অভিনেতা এবং তাঁর পুরো পরিবারের বেডরুম আছে। এছাড়া বাড়ির প্রথম তলায় রয়েছে থাকার জায়গা ও ডাইনিং। বাড়ির ভেতর অত্যন্ত সুসজ্জিত এবং বিলাসবহুল জীবনযাপনের উদাহরণ দিয়ে থাকে।

মুম্বাইয়ে সঞ্জয় দত্তের বিলাসবহুল বাড়ি হার মানাবে আম্বানির বাড়িকেও, রইল অন্দরমহলের ছবি

সঞ্জয় দত্তের বাড়িতে ঢুকলেই দেখা মেলে দেওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের পেন্টিং রয়েছে। কিছু কিছু জায়গায় দেওয়ালে শোভা পেয়েছে সঞ্জয় দত্তের বাবা মা সুনীল দত্ত এবং নার্গিস দত্তের ছবি। আবার কোথাও কোথাও রয়েছে সঞ্জয় দত্তের নিজের আঁকা পেন্টিং। পুরো বাড়িটি নিজের মতন করেই সাজিয়ে তুলেছেন অভিনেতা। এছাড়া বাড়ির সামনে একটি রঙিন ফোয়ারা রয়েছে যা দেখতে অপরুপ সুন্দর। আপনি জানলে অবাক হবেন অভিনেতার বাড়িতে দোতালায় এমন একটি ঘর আছে যাতে সহজেই ৫০ থেকে ১০০ জন মানুষ পার্টি করতে পারবে।

মুম্বাইয়ে সঞ্জয় দত্তের বিলাসবহুল বাড়ি হার মানাবে আম্বানির বাড়িকেও, রইল অন্দরমহলের ছবি

এছাড়াও সঞ্জয় দত্তের বাড়িতে একটি খুবই সুন্দর মন্দির রয়েছে যাতে সাদা রঙের একটি গণেশের মূর্তি রয়েছে। পুরো বাড়িতেই বিদেশী মার্বেলের সুন্দর কাজ আছে। এছাড়া বাড়ির বাইরে গাছগাছালিতে ভর্তি। এক কথায় বলতে গেলে সঞ্জয় দত্তের বাড়িতে ঢুকে গেলে মনে হবে কোনো বিলাসবহুল দুনিয়ায় আপনি পৌঁছে গেছেন। জানিয়ে রাখা ভাল, সঞ্জয় দত্তের মুম্বাই ছাড়াও দুবাইতে একটি বিলাসবহুল বাংলো রয়েছে যার সৌন্দর্য দেখে চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে আপনারও।

About Author