ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সঞ্জু বাবা। স্টেজ-থ্রি তে রয়েছে সঞ্জয় দত্তের ক্যান্সার। আমেরিকার মেমোরিয়াল সোলান কেরাটিং ক্যানসার সেন্টারেই সঞ্জয়ের চিকিৎসা হবে বলে খবর। ইতিমধ্যে, তিনি নিজে তাঁর অসুস্থতার খবর শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং ফিরে আসার প্রতিশ্রুতিও দিয়েছেন।
View this post on Instagram
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত: ১৯৯৩ সালে মরিশাস থেকে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে ভারতের ক্রাইম ব্রাঞ্চ সঞ্জয় দত্তকে ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণে সংযুক্ত একটি এ কে -56 রাইফেল, একটি 9 মিমি পিস্তল এবং গোলাবারুদ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এর জন্য কি ভিসা পেতে সমস্যা হচ্ছে সঞ্জয় দত্তের নাকি করোনার জন্য তাঁকে আটকানো হচ্ছে?
সূত্রের খবর অনুযায়ী,শেষ রক্ষা করেন বলিউডের মুন্নাভাইয়ের এক ঘনিষ্ঠ বন্ধু। সেই ঘনিষ্ঠ বন্ধুর চেষ্টায় আমেরিকার ভিসা জোগাড় করতে পারেন তিনি। তাঁর পাঁচ বছরের ভিসা মঞ্জুর করা হয়েছে। সঞ্জয় দত্তের সঙ্গে যাবেন স্ত্রী মান্যতা দত্ত ও বোন প্রিয়া দত্ত । সেখানে থাকতে পারেন সঞ্জয়ের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলাও।