Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কোয়েম্বাটুরে তৈরি হচ্ছে কাপড়ের স্যানিটারি ন্যাপকিন, পর্দার অক্ষয় কুমারের জায়গা নিয়েছে ঈশানা

শ্রেয়া চ্যাটার্জি : কয়েকদিন আগেই যে সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল অক্ষয় কুমারের, সেটির নাম প্যাডম্যান। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে হয়েছিল। মুরগ নাথান নামে একজন ভদ্রলোক যিনি মহিলাদের জন্য খুব কম…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : কয়েকদিন আগেই যে সিনেমাটি বেশ সাড়া ফেলেছিল অক্ষয় কুমারের, সেটির নাম প্যাডম্যান। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে হয়েছিল। মুরগ নাথান নামে একজন ভদ্রলোক যিনি মহিলাদের জন্য খুব কম খরচে স্যানিটারি ন্যাপকিন তৈরি করেছিলেন। প্যাডম্যান সিনেমাটি স্বাভাবিকভাবে দেখতে গেলে হয়তো একটি কমেডি সিনেমা কিন্তু এর মধ্যে দিয়ে অক্ষয় কুমার একটা বার্তা দিতে চেয়েছেন। সাধারণ মানুষকে বিশেষ করে পুরুষদের। মেয়েদের এই স্বাভাবিক ঘটনাটি নিয়ে অনেক পুরুষই লজ্জা পান।

তবে সিনেমার সেই অক্ষয় কুমার ফিরে এসেছে আবারও। তামিলনাড়ুর ঈশানা, বয়স মাত্র ১৮। কোয়েম্বাটুর এ যিনি বানিয়ে ফেলেছেন পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন। আমরা যে সাধারণ ন্যাপকিন ব্যবহার করি তার মধ্যে থাকা কেমিক্যাল জেল আমাদের শরীরের ক্ষতি করে। তাই তিনি কাপড়ের উপর কাপড় দিয়ে তার একটা স্তর বানিয়ে তৈরি করেছেন মহিলাদের জন্য উপযুক্ত স্যানিটারি ন্যাপকিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই স্যানিটারি ন্যাপকিন শুধু যে মহিলাদের স্বাস্থ্যের জন্য উপকারী তাই নয় এটি বেশ পরিবেশবান্ধব। আমরা যে বাজার চলতি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকি তার মধ্যে প্লাস্টিক থাকে। যা পরিবেশের জন্য একেবারেই ভালো নয়। এবং প্লাস্টিক মাটিতে মিশতে যথেষ্ট সময় লাগে। কিন্তু এই কাপড়ের ন্যাপকিন গুলি খুব সহজেই পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধব।

About Author