Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্যামেরার সামনে পোশাক বদলালেন সানিয়া মির্জা, তুমুল ভাইরাল ভিডিও

নুসরত জাহান (Nusrat jahan) ও মধুমিতা সরকার (Madhumita sarkar)-এর পর এবার ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করলেন টেনিস-সুন্দরী সানিয়া মির্জা (sania mirza)। পোশাক পরিবর্তন করে কখনও সানিয়া পরলেন আকাশনীল রঙের নেটের…

Avatar

নুসরত জাহান (Nusrat jahan) ও মধুমিতা সরকার (Madhumita sarkar)-এর পর এবার ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করলেন টেনিস-সুন্দরী সানিয়া মির্জা (sania mirza)। পোশাক পরিবর্তন করে কখনও সানিয়া পরলেন আকাশনীল রঙের নেটের গাউন, কখনও গোলাপি রঙের বেল স্লিভস ফ্লেয়ারড গাউন। কিন্তু টেনিস খেলোয়াড় বলে কথা। তাই বাদ গেল না ট্র‍্যাক সুট ও টেনিস স্কার্ট। এছাড়া ছিল গোলাপি-সাদা লেহেঙ্গা চোলি এবং কমলা রঙের গাউন। এডিটিং-এর কারসাজিতে এই ভিডিওটি বানিয়ে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সানিয়া। সানিয়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

2003 সাল থেকে 2013 সাল অবধি ভারতীয় মহিলা হিসাবে টেনিসের নাম্বার ওয়ান র‍্যাঙ্ক দখল করেছিলেন সানিয়া। 2010 সালের 12 ই এপ্রিল সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib malik)-কে বিয়ে করেন সানিয়া। বিয়ের পরেও নিজের কেরিয়ার নষ্ট করেননি সানিয়া। তিনি আগের মতোই টেনিস কোর্ট মাতাতে থাকেন। কিন্তু 2018 সালের ফেব্রুয়ারি মাসে চোটের কারণে টেনিস কোর্ট থেকে কিছুদিন দূরে থাকার সিদ্ধান্ত নেন। এরপর 2018 সালের এপ্রিল মাসে সানিয়া ইন্সটাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন। 2018 সালের অক্টোবর মাসে জন্ম হয় সানিয়া ও শোয়েবের পুত্রসন্তান ইজহান (Izhaan)-এর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে সানিয়া তেলেঙ্গানা রাজ্যের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর। এছাড়াও হায়দরাবাদ তিনি নিজের একটি টেনিস অ্যাকাডেমি খুলেছেন। 2016 সালে প্রকাশিত হয়েছে সানিয়া মির্জার আত্মজীবনী ‘এস এগেইন্সট অডস’। সানিয়া এই বইতে নিজের জীবনের অনেক কথা খোলাখুলি লিখেছেন।

About Author