Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sandy-Trina: ‘সারারা সারারা’তে স্যান্ডি-তৃণার তুমুল নাচ, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

প্রথমেই আসা যাক তৃণা সাহার কথায়। তিনি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই দর্শক মাঝে পরিচিতি পেয়েছেন তৃণা। ইতিমধ্যেই একাধিক হিট ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয়…

Avatar

By

প্রথমেই আসা যাক তৃণা সাহার কথায়। তিনি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই দর্শক মাঝে পরিচিতি পেয়েছেন তৃণা। ইতিমধ্যেই একাধিক হিট ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে ফেলেছেন তিনি। বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’তে গুনগুনের চরিত্রে দেখা মেলে অভিনেত্রীর। এই গুনগুন চরিত্র তাকে দর্শকমহলে। এছাড়াও ‘খোকাবাবু’, ‘কলের বৌ’এর মত একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় শুরু থেকেই নজর কেড়েছে দর্শকদের।

এবার আসা যাক স্যান্ডি সাহার কথায়। তিনি সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত জনপ্রিয় ইউটিউবার। তাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। কোন না কোন কারণে সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন তিনি। তিনি সাধারণত নিজের চ্যানেল থেকে মিম ভিডিও বানিয়ে শেয়ার করে থাকেন। তার ইউটিউব চ্যানেলে ফলোয়ার্স সংখ্যা অসংখ্য। স্যান্ডি সাহার শেয়ার করা যেকোন ভিডিও কিংবা ছবি ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি তৃণার সাথে বানানো একটি রিল ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হঠাৎ করে তৃনা সাহার সাথে স্যান্ডি সাহার কথা কেন উল্লেখ করা হচ্ছে! সে নিয়ে প্রশ্ন উঠতেই পারে মানুষের মনে। আসল বিষয়টা হল সম্প্রতি তাদের দুজনকে একসাথে দেখা গিয়েছে একই ফ্রেমে। বলিউডের অন্যতম হিট ডান্স নম্বর ‘সারারা সারারা’তে তুমুল নেচেছেন তৃণা সাহা ও স্যান্ডি সাহা। পর্দায় এই গানে নাচতে দেখা গিয়েছিল শিল্পা শেট্টির বোন সামিতা শেট্টিকে। যা সেইসময়ের অন্যতম জনপ্রিয় গান ছিল। সম্প্রতি স্যান্ডি ও তৃণা একটি পাঁচতারা হোটেলে পার্টি করার সময় বানিয়েছেন এই ভিডিওটি। তা ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা যাচ্ছে। স্যান্ডি সাহা নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন এটি। আর এটি শেয়ার করা মাত্রই, তা ভাইরাল হয়েছে তাদের অসংখ্য অনুরাগীদের মধ্যে।

এই রিল ভিডিওটি করার সময় তৃণা সাহার পরনে ছিল সাদা ফুলহাতা সিল্কের শার্ট ও কালো চকচকে প্যান্ট। স্যান্ডি সাহা পড়েছিলেন রঙিন টি-শার্ট, প্যান্ট ও একটি নীল জ্যাকেট। সম্প্রতি তাদের শেয়ার করা এই রিল ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিবারের মত এবারেও বেশ কয়েকজন নেটনাগরিক এই ভিডিও দেখে ট্রোল করেছেন স্যান্ডি সাহাকে। তবে এই সমস্ত ট্রোলিং গায়ে মাখেন না স্যান্ডি সাহা। এই ট্রোলিংই তাকে আরো বেশি জনপ্রিয় করেছে মানুষের মাঝে, তা বলাই যায়।

About Author