Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নাইটি পরে বিমানবন্দরে, ‘টুনির মা’ গানে উদ্দাম নেচে ভক্তদের পাগল করলেন স্যান্ডি সাহা, ভাইরাল ভিডিও

সব সময় লাইম লাইটে থাকতে তিনি পছন্দ করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। বিভিন্ন অদ্ভুত সাজগোজ করে নেট পাড়ায় ঝড় তুলতে সিদ্ধহস্ত স্যান্ডি সাহা। মাঝেমধ্যেই তাকে দেখা…

Avatar

সব সময় লাইম লাইটে থাকতে তিনি পছন্দ করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। বিভিন্ন অদ্ভুত সাজগোজ করে নেট পাড়ায় ঝড় তুলতে সিদ্ধহস্ত স্যান্ডি সাহা। মাঝেমধ্যেই তাকে দেখা যায় বিভিন্ন ভিডিও তৈরি করে পোস্ট করতে এবং সেই ধরনের পোষ্ট করেই তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি যেখানেই যান না কেন সেখানে একটা হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দেন স্যান্ডি সাহা। স্যান্ডি সাহা কে চেনেন না এমন মানুষ হয়তো খুবই কম রয়েছেন। কিন্তু এবারে কলকাতা থেকে বাংলাদেশে গিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিলেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। কি এমন করলেন যা দেখে চোখ কপালে উঠেছে সকলের?

এবারে স্যান্ডি সাহা এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন যেখানে তাকে দেখা যাচ্ছে নাইটি পড়ে মোমো খেয়ে একেবারে ফ্লাইটে উঠতে। তবে এই প্রথমবার নয় এর আগেও নাইটি পড়ে মা উড়ালপুলে গিয়ে ভিডিও করে শোরগোল ফেলে দিয়েছিলেন স্যান্ডি সাহা। তবে ফ্লাইটে উঠে উদ্দাম নাচ করে সকলের রাতের ঘুম কেড়ে নিয়েছেন স্যান্ডি সাহা। ইতিমধ্যে এই ভিডিওটি হয়ে গিয়েছে ভাইরাল। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি নাইটি পড়ে কালো বুট এবং মুখে মাস্ক পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন ইউটিউবার স্যান্ডি সাহা। বিমানবন্দরে গিয়ে স্যান্ডি সকলের সঙ্গে ডেকে ডেকে কথা বললেন। স্যান্ডি সাহার সঙ্গে তার পুরো টিম গেছে। তবে তাকে চিনতে কারোর অসুবিধা হয়নি। যারা তাকে চিনতে পেরেছেন তারা স্যান্ডির এই কীর্তিতে রীতিমতো হতবাক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে স্যান্ডি সাহা এরকম আগেও করেছেন। এবং এর আগেও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে তার। তবে এই ভিডিও একেবারেই আলাদা। বিমানবন্দরে ঢুকে টুনির মা গানের তালে নাচতে শুরু করলেন স্যান্ডি সাহা। এই ভিডিওটি নিমেষে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সকলেই এই টুনির মা গানের সঙ্গে তার নাচ দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন। বিমানে উঠে যাবার পর হঠাৎ করেই স্যান্ডি সাহা বললেন, আমি পরের স্টপেজে নামতে চাই। বিমান সেবিকা এই কথাটি শুনে রীতিমত অবাক হয়ে গেলেন। পরমুহূর্তেই আবার পাশের সিটে বসা একটি অচেনা যুবককে খাবার খাইয়ে দিলেন স্যান্ডি সাহা।

তার এই সমস্ত কীর্তিকলাপ নেট দুনিয়ায় সর্বদাই সকলকে অবাক করে দেয়। মুহুর্তের মধ্যে প্রায় কয়েক লক্ষ ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে। তবে এর আগেও সারা গায়ে পাতা লাগিয়ে, আবার কখনো লেবুর মালা পড়ে ভিডিও বানিয়েছেন স্যান্ডি সাহা। এর আগেও তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। আবার বাংলাদেশে যেতে গিয়েও এরকম একটি কীর্তি করে বসলেন তিনি। তবে এখানেই শেষ নয়, তিনি বাংলাদেশে গিয়ে হিরো আলমকেও বিয়ে করতে চেয়েছিলেন আবার কখনো চেয়েছিলেন বীরভূমের কাচা বাদাম খ্যাত ভুবনের সঙ্গে বিয়ে করতে। যদিও সেইসব মজার ছলেই করেছিলেন তিনি। তবে বেশ কিছুদিন ধরে বেশিরভাগ ভিডিওতে তাকে দেখা যাচ্ছে নাইটি পরে ভিডিও তৈরি করতে এবং সেগুলি হচ্ছে বেশ ভাইরাল।

About Author