বন্ধ ঘরে নিরাহুয়ার সাথে অন্তরঙ্গ রোমান্সে মত্ত সঞ্চিতা ব্যানার্জি, তারপর বিছানায় এমন করলেন অভিনেতা

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত অভিনেত্রী সঞ্চিতা ব্যানার্জি তার সৌন্দর্যের পাশাপাশি তার চমৎকার অভিনয়ের জন্য কিন্তু বেশ পরিচিত। তার প্রত্যেকটি চরিত্র মানুষের এতটাই পছন্দ হয় যে সেখান থেকেই বোঝা যায় যে তার কতটা জনপ্রিয়তা রয়েছে। তার অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়ে যায় ব্যাপক ভাইরাল এবং প্রচুর ভিউসহ অনেকেই বেশ পছন্দ করেন সেই সমস্ত গানের ভিডিও। অভিনেত্রীর যে কোন গানের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিউ আসতে শুরু করে কোটি কোটি। দীনেশ লাল যাদবের সাথে ক্যারিয়ার শুরু করে আজ জনপ্রিয়তার শীর্ষে সঞ্চিতা।

এবার সোশাল মিডিয়াতে সঞ্চিতার যেই ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে তাতে কাজ করেছেন নিরাহুয়া। গানটির ভিডিও দেখে মনে হচ্ছে নিরহুয়া হানিমুন উদযাপনের জন্য তাড়াহুড়ো করছেন, অন্যদিকে তার অনস্ক্রিন স্ত্রী সঞ্চিতা ব্যানার্জী অভিনেতাকে ছাড়ানোর চেষ্টা করছেন। তাঁরা ‘চুম্মা চাপকাউয়া মিলি ঝুলনি হাতা কে’ গানের তালে অসম্ভব সুন্দর কায়দায় নাচ করেছেন। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হচ্ছে। গানের কথা লিখেছেন সন্তোষ পুরী, আর গানের সুর দিয়েছেন মধুকর আনন্দ। ভিডিওটি আপনিও দেখতে চাইলে এখানেই দেখে নিন।