Categories: দেশনিউজ

ফোনপ্রেমীদের জন্য সুখবর! বাজারে কম দামে এম সিরিজের ফোন আনল স্যামসাং

Advertisement

Advertisement

কম দামে এম সিরিজের ফোন আনল স্যামসাং (Samsung)। সম্প্রতি বাজারে স্মার্টফোন (Smartohone) ব্রান্ড কোম্পানি স্যামসাং নিয়ে এসেছে এম সিরিজের নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এম০২এস (Samsung Galaxy M02S)। মধ্যবিত্তদের মন জয় করতে ও আকর্ষন বাড়াতে মাত্র ১০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এই হ্যান্ডসেটটি। ৫ হাজার মিলি এম্পিয়ার ব্যাটারি এর সাথে রয়েছে। রয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং। তিনটি ক্যামেরা (Camera) সেটআপ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম০২এস-এ।

Advertisement

ইতিমধ্যে নেপালের মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছে হ্যান্ডসেটটি। ভারতে ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি হ্যান্ডসেটটির মূল্য চলছে ৮,৯৯৯ টাকা। ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯,৯৯৯ টাকা। কালো নীল ও লাল রঙে পাওয়া যাবে হ্যান্ডসেটটি।

Advertisement

খুব শীঘ্রই আমাজন বিক্রি শুরু করবে। এই ফোনটিতে চলবে এন্ড্রোয়েড ১০ এ। ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি স্ক্রিন। যার রেজুলেশন ( ৭২০× ১৫৬০ পিক্সেল)। ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া এই ফোনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপারচার এফ/২.২। ক্যামেরায় থাকছে আইএসও কন্ট্রোল, অটো ফ্লাশ, ডিজিটাল জুম।

Advertisement