Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সবাইকে চমকে দিয়ে 5G ল্যাপটপ লঞ্চ করল Samsung, আধ ঘন্টার চার্জে দেবে ৮ ঘন্টা ব্যাকআপ

শুধুমাত্র মোবাইলের বাজারে থেমে না থেকে নতুন বছরের আগেই সবাইকে চমকে দিল দক্ষিণ কোরিয়ান ব্রান্ড Samsung। গত বছর জানুয়ারিতে বিশ্ব বাজারে উন্মুক্ত করা Galaxy Book 2 Go-এর উত্তরসূরি নিয়ে হাজির…

Avatar

শুধুমাত্র মোবাইলের বাজারে থেমে না থেকে নতুন বছরের আগেই সবাইকে চমকে দিল দক্ষিণ কোরিয়ান ব্রান্ড Samsung। গত বছর জানুয়ারিতে বিশ্ব বাজারে উন্মুক্ত করা Galaxy Book 2 Go-এর উত্তরসূরি নিয়ে হাজির হলো এই সংস্থাটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণ কোরিয়ার বাজারে Samsung Galaxy Book 3 Go 5G নামে বিক্রি করার জন্য মুক্ত করা হয়েছে অত্যাধুনিক এই ল্যাপটপটি। তবে কবে নাগাদ বিশ্ববাজারে সর্বাধুনিক এই ল্যাপটপটি বিক্রয়ের জন্য উপলব্ধ হবে, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।তবে কোরিয়ান বাজারে সবেমাত্র লঞ্চ হওয়া Samsung Galaxy Book 3 Go 5G ল্যাপটপের দাম এবং অবিশ্বাস্য বৈশিষ্ট্য ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যা দেখার পর থেকে ডিভাইসটি ক্রয় করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্রাহকরা। আমরা আপনাদের বলি, নতুন এই ল্যাপটপটি 5G নেটওয়ার্ক কানেকশনের সাথে লঞ্চ করা হয়েছে। যে কারণে এটি গ্রাহকদের কাছে সর্বাপেক্ষা আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া, সুপার এই ল্যাপটপে Qualcomm Snapdragon 7c+ Gen 3 চিপসেট এবং Windows 11 অপারেটিং সিস্টেমের সন্নিবেশ দেখতে পাবেন গ্রাহকরা।যদি Samsung Galaxy Book 3 Go 5G ল্যাপটপের বৃহৎ ডিসপ্লের কথা বলি, তবে এতে 14 ইঞ্চির আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, চোখের আরামের জন্য অ্যান্টি-গ্লেয়ার আবরণও দেওয়া হয়েছে এই ল্যাপটপে। এখানেই শেষ নয়, Samsung Galaxy Book 3 Go 5G-তে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল 1.5 ওয়াট স্টেরিও স্পিকার, ইউজাররা কুইক শেয়ার, সেকেন্ড স্ক্রিন, বাডস অটো সুইচের মত অত্যাধুনিক ফির্চাস পাবেন গ্রাহকরা। তাছাড়া ব্যাটারি ব্যাকআপের জন্য 42.3 ওয়াটআওয়ারের বিশাল ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি নির্মাণের ক্ষেত্রে।কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Samsung Galaxy Book 3 Go 5G ল্যাপটপটি মাত্র 30 মিনিট চার্জ করলে 8 ঘণ্টা পর্যন্ত প্লে-ব্যাক টাইম অফার করতে সক্ষম হবে। যা ল্যাপটপের বাজারে Samsung Galaxy Book 3 Go 5G-কে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। যদি দামের কথা বলি, তবে কোরিয়ান বাজারে বিশেষ এই ল্যাপটপটির বিক্রয় মূল্য রাখা হয়েছে 5,57,700 ওন (ভারতীয় টাকায় 36,050)।
About Author