গত ফেব্রুয়ারি মাসে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার দ্বিতীয় সন্তান সামিশার জন্ম হয় সারোগেসির মাধ্যমে। মেয়ের জন্মের আগে অবধি দ্বিতীয় সন্তান আসার খবর শিল্পা ও রাজ কুন্দ্রা কেউই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। হঠাৎ সামিশার জন্মের খবরে অবাক হয়ে যান সেলেব ও নেটিজেন উভয় পক্ষই। এরপর সামিশার বহু ফটো ও ভিডিও প্রকাশ্যে আসলেও তাতে সামিশার মুখ যাতে দেখা না যায় তার ব্যবস্থা করেছিলেন শিল্পা ও রাজ।2012 সালে শিল্পার ছেলে ভিয়ানের জন্ম হয়েছিল। এই বছর ভিয়ানের বয়স হলো আট বছর। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় এসে শিল্পা জানিয়েছেন প্রথমবার মা হওয়ার সময় যথেষ্ট ভয় পেয়েছিলেন তিনি। কিন্তু 45 বছর বয়সে এসে এখন তিনি অনেক পরিণত। শিল্পা বলেন, এখন তিনি অনেকটাই সাহসী। তাঁর 45 বছর বয়সে সামিশার জন্ম হয়েছে। যখন তিনি 50-এ পা দেবেন, তখন সামিশার বয়স হবে 5 বছর হবে, এই কথা ভেবে যথেষ্ট উত্তেজিত শিল্পা। তিনি জানান, সামিশার মা হওয়া তাঁর কাছে রীতিমত প্রিয় একটি চ্যালেঞ্জ। এর জন্য নিজেকে ফিট রাখতে যোগা ও মেডিটেশন শিল্পার অন্যতম পছন্দ।
৪৫ বছরে দ্বিতীয় সন্তানের মা, সামিশার অন্নপ্রাশন দিলেন শিল্পা শেট্টি
সম্প্রতি অভিনেত্রী শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার মেয়ে সামিশার বয়স নয় মাস পূর্ণ হয়েছে। এই মুহূর্তে কুন্দ্রা পরিবারে চলছে সামিশার অন্নপ্রাশন অনুষ্ঠানের জোরদার প্রস্তুতি। তার কিছু ভিডিও সামিশার মা শিল্পা…

আরও পড়ুন