Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দক্ষিণী অভিনেত্রীরা বর্তমানে টেক্কা দিচ্ছেন বলিউডকেও, জানেন তাদের পারিশ্রমিক কত?

বর্তমান যুগে সিনেমাপ্রেমীদের মাঝে দক্ষিণী তারকাদের জনপ্রিয়তা বেড়েছে বেশকিছুটা। বর্তমানে দক্ষিণী ছবির বেশির ভাগই হিন্দিতে ডাবিং করা হয়। এমনকি সেইসমস্ত ছবি টেক্কা দিচ্ছে বলিউডকেও। 'মাস্টার', 'পুষ্পা: দ্যা রাইজ', 'উড়ান'এর মতো…

Avatar

বর্তমান যুগে সিনেমাপ্রেমীদের মাঝে দক্ষিণী তারকাদের জনপ্রিয়তা বেড়েছে বেশকিছুটা। বর্তমানে দক্ষিণী ছবির বেশির ভাগই হিন্দিতে ডাবিং করা হয়। এমনকি সেইসমস্ত ছবি টেক্কা দিচ্ছে বলিউডকেও। ‘মাস্টার’, ‘পুষ্পা: দ্যা রাইজ’, ‘উড়ান’এর মতো একাধিক ছবি রীতিমতো তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহলে। এই মুহূর্তে বর্তমান প্রজন্মের দর্শকদের মাঝে দক্ষিণী অভিনেত্রীদের জনপ্রিয়তা একটু বেশিই। তারা রীতিমতো টেক্কা দিচ্ছেন বলিউডের অভিনেত্রীদেরও। ছবি পিছু তাদের পারিশ্রমিক নেহাত কম নয়।১) অনুষ্কা শেট্টি- প্রথমেই আসা যাক বাহুবলির অভিনেত্রী অনুষ্কা শেট্টির কথায়। তিনি যথেষ্ট পরিচিত বিনোদন জগতে। একাধিক হিট সিনেমা দিয়েছেন তার দর্শকদের। ‘বাহুবলি’ ছবিতে অভিনয় করার পর থেকে অনুষ্কা শেট্টির জনপ্রিয়তার পৌঁছে গিয়েছে এক অন্য পর্যায়ে। বর্তমানে প্রতি ছবি পিছু চার কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।২) রশ্মিকা মন্দনা: এই মুহূর্তে বং ক্রাশ তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও তার জনপ্রিয়তা নেহাত কম নয়। পুষ্পা ছবির পর থেকেই তার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে আরও দ্বিগুন। এই মুহূর্তে তার হাতে রয়েছে একাধিক কাজ। শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে অভিনেত্রীর। বর্তমানে প্রতি ছবি পিছু পারিশ্রমিক নেন তিন কোটি টাকা।৩) সমন্থা রুথ প্রভু: ইনি হলেন অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। তাকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তগণ। তিনি বহু হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। বলিউডেও দেখা মিলেছে তার। ওয়েব প্ল্যাটফর্মেও একাধিক জনপ্রিয় কাজ করেছেন তিনি। প্রতিছবি পিছু তার পারিশ্রমিক দুই থেকে আড়াই কোটি টাকা।৪) তামান্না ভাটিয়া: তিনিও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার রূপে মুগ্ধ লাখো দর্শক। তিনি বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। বর্তমানে তার প্রতিছবি পিছু পারিশ্রমিক এক কোটি টাকা।৫) কাজল আগরওয়াল: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডের পরিচিত তিনি। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কাজল আগরওয়াল। মডেলিং দিয়েই শুরু করেছিলেন নিজের অভিনয় জীবন। পরবর্তীকালে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। প্রতিছবি পিছু এই অভিনেত্রীর পারিশ্রমিক এক থেকে দেড় কোটি টাকা।বর্তমানের অভিনেত্রী হিসেবে এনারা সকলেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়ায় তাদের অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। তাদের ছবি কিংবা ভিডিও দেখার অপেক্ষায় থাকেন তাদের অগণিত ভক্তরা।
About Author