Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খালি গা, পরনে শুধু তোয়ালে, বোন অর্পিতার সঙ্গে সলমন খান, তুমুল ভাইরাল ছবি

দীর্ঘদিন ধরেই সলমন খান (salman khan)-এর টপলেস অবতারের ভক্ত তাঁর অনুরাগীরা। বিশেষ করে তাঁর মহিলা ভক্তরা সলমনের নির্লোম সিক্স প‍্যাক অ্যাবস-এর ভক্ত। একের পর এক নারী সলমনের বর্ণময় জীবনে এসেছে।…

Avatar

দীর্ঘদিন ধরেই সলমন খান (salman khan)-এর টপলেস অবতারের ভক্ত তাঁর অনুরাগীরা। বিশেষ করে তাঁর মহিলা ভক্তরা সলমনের নির্লোম সিক্স প‍্যাক অ্যাবস-এর ভক্ত। একের পর এক নারী সলমনের বর্ণময় জীবনে এসেছে। কিন্তু তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা কমেনি। বরং চিরকালীন ব্যাচেলর সলমনকে বিয়ে করতে চেয়ে প্রায় প্রতিদিনই আসে অসংখ্য অনুরোধ। তাঁর সঙ্গে ইউলিয়া ভন্তুর (yulia vantur)-এর সম্পর্ক নিয়ে জল্পনা চললেও সলমন বা ইউলিয়া কেউই কোনোদিন মিডিয়ার সামনে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি শেষ হয়েছে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’। শো শেষ হওয়ার পর সলমন প্রতিযোগীদের জন্য একটি পার্টির আয়োজন করেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন ইউলিয়াও। শোয়ের প্রতিযোগী আরশি খান (Arshi khan) সংবাদমাধ্যমে জানিয়েছেন, সলমন তাঁর সঙ্গে ইউলিয়ার পরিচয় করিয়ে দিয়ে বলেছেন, ইউলিয়াকে উর্দু শেখাতে। রোমানিয়ান মেয়ে ইউলিয়া যাতে অনর্গল উর্দু বলতে পারেন, তাই সলমন আরশিকেই তাঁর শিক্ষিকা হিসাবে নির্বাচন করেছেন।

অপরদিকে ‘বিগ বস-14′ থেকে রাখি সাওয়ান্ত (Rakhi sawant) বেরোনোর পর প্রথমেই দেখা করেছিলেন তাঁর মা জয়া ভেদা (jaya bheda)-র সাথে। এরপর রাখি সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে জানান, তাঁর মায়ের ক্যান্সার হয়েছে। মায়ের জন্য নিয়মিত প্রার্থনা করছেন রাখি। অপরদিকে সলমন ও তাঁর ভাই সোহেল (Sohail khan) রাখির দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাখির মা জয়ার কেমোথেরাপি শুরু হয়েছে। এছাড়াও সলমন যেখানেই শুটিং করতে যান, সেখানেই তাঁর সংস্থা ‘বিইং হিউম্যান’-এর উদ্যোগে বসে স্থানীয় মানুষদের জন্য মেডিক্যাল ক্যাম্প।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এহেন সলমন খানের একটি ধুতিপরা টপলেস ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে সলমনের সঙ্গে দেখা যাচ্ছে তাঁর প্রিয় বোন অর্পিতা খান (Arpita khan)-কেও। যথারীতি সলমনের অনুরাগীদের মোবাইলে সেভ করা শুরু হয়েছে তাঁর এই ছবি। অর্পিতার পরনে রয়েছে সাদা রঙের লেহেঙ্গা চোলি। প্রকৃতপক্ষে এটি কয়েক বছর আগে অর্পিতার বিয়ের দিন সকালের ছবি। অর্পিতার বিয়ে হয়েছে হিন্দু পরিবারে। ফলে অর্পিতার বিয়ের দিন সকালে বিশেষ কিছু হিন্দু রীতি পালিত হয়েছিল যাতে অর্পিতার ভাই হিসাবে সলমন খান অংশগ্রহণ করেছিলেন। এই কারণে সলমনকে ধুতি পরতে হয়েছিল। সলমনের সেই ছবিটিই এখন ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

খালি গা, পরনে শুধু তোয়ালে, বোন অর্পিতার সঙ্গে সলমন খান, তুমুল ভাইরাল ছবি

About Author