সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে কালো ওয়ান সাইডের অফ-সোল্ডার ড্রেসে দেখা মিলেছে হর্ষালীর। এই ভিডিওতে খোলা চুলে, হালকা মেকাপে, লাল লিপস্টিকে ছিলেন অভিনেত্রী। কানে পরেছিলেন মানানসই দুল ও পায়ে ছিল স্নিকার্স। ভিডিওতে কখনো ঘরের মধ্যে আবার কখনো রাস্তায় দেখা মিলেছে তার। যত দিন যাচ্ছে তার রূপের ছটা চোখে পড়ছে সকলের। মুগ্ধ হচ্ছেন অনুরাগীরাও। তার রূপ দেখে তাকে প্রশংসায় ভরিয়েছেন অনেকেই। তার হাসিও মন কেড়েছে ভক্তদের। অনেকেই সেই কথা কমেন্টবক্সে জানিয়েছেন খোলাখুলি। সেই ছোট্ট মুন্নির অভিনয় শুরু থেকেই নজর কেড়েছিল সকলের। তবে আপাতত নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত অভিনেত্রী। তবে অনুরাগীরা অপেক্ষায় আছেন কবে আবারো তাকে পর্দায় দেখা যাবে সেই আশায়।View this post on Instagram
‘বজরঙ্গী ভাইজান’এর মুন্নিকে চেনা দায়, রূপে-গুণে হর্ষালী টেক্কা দিচ্ছে বলিউড অভিনেত্রীদের
৭ বছর আগেকার সেই ছোট্ট মুন্নি এখন রূপে-গুণে রীতিমতো টেক্কা দেন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট 'বজরঙ্গী…

আরও পড়ুন