Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা মোকাবিলায় মহিলা শ্রমিকদের পাশে দাঁড়ালেন সলমান খান

কৌশিক: হাজার হাজার মানুষকে আর্থিক দিক দিয়ে সাহায্য পর কিছু দরিদ্র মহিলা শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন দীনদরদি ভাইজান। এর আগে ফিল্মসিটি মুম্বাইয়ের ২৫ হাজার দিনমজুরের অ্যাকাউন্টে মাসিক মাইনে দেওয়ার ব্যবস্থা…

Avatar

কৌশিক: হাজার হাজার মানুষকে আর্থিক দিক দিয়ে সাহায্য পর কিছু দরিদ্র মহিলা শ্রমিকদের পাশে এসে দাঁড়ালেন দীনদরদি ভাইজান। এর আগে ফিল্মসিটি মুম্বাইয়ের ২৫ হাজার দিনমজুরের অ্যাকাউন্টে মাসিক মাইনে দেওয়ার ব্যবস্থা করে নজির গড়েছেন সলমান। প্রত্যেকের ব্যাঙ্কের যাবতীয় তথ্য সংগ্রহ করে যথাসাধ্য সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

এরপর তার জনকল্যানমূলক এনজিও সংস্থা ‘বিং হিউম্যান’ এর তরফে ২৩ হাজার দরিদ্র শ্রমিকদের মাসিক ৩ হাজার টাকা মাইনে সহ খাওয়াদাওয়ার বন্দোবস্ত করে দেন খাবার সরবরাহের মাধ্যমে। শুধু তাই নয়, পরিবারগুলিকে রেশন দেওয়ার পুরো বন্দোবস্ত করেছেন ভাইজান। এই খবরটি সলমানের ঘনিষ্ঠ বন্ধু ও জননেতা বাবা সিদ্দিকি একটি ট্যুইটের মাধ্যমে প্রকাশ্যে আনেন। ওই ট্যুইটের মাধ্যমে তিনি ভাইজানকে এই মহান কৃতকর্মের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার কিছু দরিদ্র মহিলা শ্রমিককেও সাহায্য করলেন তিনি। মালেগাঁও থেকে একটি জরুরি ফোন পাওয়ার পরই তিনি জানতে পারেন এই মহিলারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। সময় নষ্ট না করে সেখানকার ৫০ জন মহিলা শ্রমিকের খাবার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছেন সলমান।

তার টিম গ্রাউন্ড রিসার্চ করে ওই দুস্থ মহিলাদের হাতে খাবার তুলে দিয়েছেন। সলমানের ম্যানেজার নিজে এবিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। যখনই কেউ সমস্যায় পড়েছে তখনই সলমান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বারেবারে, এমন নজির আরও একবার সলমানের মহানুভবতার প্রমান দিল।

About Author