Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনে প্রাক্তন প্রেমিকার সঙ্গে ফার্মহাউসে দিন কাটাচ্ছেন সলমান খান, ফাঁস হল চাঞ্চল্যকর ভিডিও

কৌশিক পোল্ল্যে: বলিউডের ভাইজান আর তার প্রেমিকাদের গল্প এই দুই বিষয়ই বলিপাড়ার গুঞ্জনে ঘি ঢেলেছে বহুবার, আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আগেই জানা গিয়েছিল লকডাউনে সময় কাটাতে নিজের বিলাসবহুল ফার্মহাউসে…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউডের ভাইজান আর তার প্রেমিকাদের গল্প এই দুই বিষয়ই বলিপাড়ার গুঞ্জনে ঘি ঢেলেছে বহুবার, আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আগেই জানা গিয়েছিল লকডাউনে সময় কাটাতে নিজের বিলাসবহুল ফার্মহাউসে দিন কাটাচ্ছেন সলমান, এবার সেই আঁচ উস্কে নতুন খবর বেরিয়ে এল।

শুধু সলমানই নয়, এই ফার্মহাউসে তার সঙ্গে রয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন প্রেমিকা ইউলিয়া ভান্তুর। বিষয়টি পুরোপুরি সত্য, তার প্রমান পাওয়া গেল হাতেনাতে, একটি ভিডিয়োর মাধ্যমে। সময় কাটাতে একটি লাইভ ভিডিও শুরু করেন ইউলিয়া এবং তার মাঝে আচমকাই এসে পড়েন সলমান। ভাইজানের এই আকস্মিক আগমনে রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়েন ইউলিয়া, এবং হাসিমুখে দর্শকদের সামাল দেওয়ার চেষ্টা করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ভিডিয়োর মাধ্যমেই সবটা জানাজানি হয়ে যায়, সলমান ও ইউলিয়া যে একইসঙ্গে সময় কাটাচ্ছেন সে বিষয়টি আর অজানা রইল না। উল্লেখ্য এই ফার্মহাউসে সলমানের পরিবারের বেশকিছু সদস্যের পাশাপাশি রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

প্রকাশ্যে কোনোদিনই নিজেদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি এই যুগল, একসময় যদিও বলিপাড়ায় জোর গুঞ্জন উঠেছিল সলমান নাকি মজেছেন ইউলিয়ার প্রেমে। ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর ইউলিয়ার সঙ্গেই ঘনিষ্ঠ হন সলমান এখবর প্রকাশ্যে আসে। তবে কি লকডাউনের ফলেই আরও কাছাকাছি চলে এলেন এই যুগল! প্রশ্ন জাগছে বলিপাড়ায়।

About Author