Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Salman Khan’s Girlfriend: ৫৬’তে নতুন করে প্রেমে মজেছেন সলমন ভাই, চিনে নিন ভাইজানের নতুন প্রেমিকাকে

গতবছরের শেষেই ৫৫ পার করে ৫৬'এ পা দিয়েছেন বলিউডের ভাইজান। পেয়েছেন অগণিত ভক্তদের শুভেচ্ছাবার্তা। তিনি বলিউডের সুপারস্টার। তবে বর্তমানে তিনি যে সাফল্যের চূড়ায় রয়েছেন তা শুধুমাত্র নিজের প্রতিভার জোরেই। বলিউডের…

Avatar

গতবছরের শেষেই ৫৫ পার করে ৫৬’এ পা দিয়েছেন বলিউডের ভাইজান। পেয়েছেন অগণিত ভক্তদের শুভেচ্ছাবার্তা। তিনি বলিউডের সুপারস্টার। তবে বর্তমানে তিনি যে সাফল্যের চূড়ায় রয়েছেন তা শুধুমাত্র নিজের প্রতিভার জোরেই। বলিউডের অন্যতম জনপ্রিয় প্রডিউসর ও স্ক্রিপ্ট রাইটার সেলিম খানের বড় ছেলে তিনি। অভিনয় জীবনের শুরু সময় থেকেই একাধিক বলি ডিভাদের প্রেমে পড়েছেন তিনি। তবে কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত এগোয়নি। শেষে ক্যাটরিনা কাইফের সাথে নাম জড়িয়েছিল তার। তবে বর্তমানে তিনি ভিকি কৌশলের বেটার হাফ। সবকিছু ভুলে ৫৬’এ আবারও নতুন করে প্রেমে পড়েছেন বলিউডের ভাইজান। জেনে নিন তার পরিচয়।

Salman Khan's Girlfriend: ৫৬'তে নতুন করে প্রেমে মজেছেন সলমন ভাই, চিনে নিন ভাইজানের নতুন প্রেমিকাকে

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা গেছে, ভাইজানের এবারের প্রেমিকা বিদেশিনী। আমেরিকার লস এঞ্জেলেসের বাসিন্দা তিনি। পেশায় তিনি একজন জনপ্রিয় আমেরিকান অভিনেত্রী। আপাতত সালমান খানের সাথে আমেরিকান অভিনেত্রী সামান্থা লকউডের নাম জড়িয়েছে। তবে তারা কেউই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে খবর যখন রটেছে কিছুটা হলেও তার মধ্যে সত্যতা রয়েছে, তা বলাই যায়।

Salman Khan's Girlfriend: ৫৬'তে নতুন করে প্রেমে মজেছেন সলমন ভাই, চিনে নিন ভাইজানের নতুন প্রেমিকাকে

১৯৮২’তে জন্ম তার। তার মা একজন আমেরিকান অভিনেত্রী ছিলেন। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন বিজনেসম্যান উইমেনও বটে। অভিনেত্রীর মায়ের নাম ডেনিস ডুবারি। সামান্থার বাবা হলেন গ্রে লকউড। তিনি স্টার ট্রেক আইকোন। সামান্থা লকউড নিউইয়র্ক ফিল্ম একাডেমির ছাত্রী ছিলেন। অভিনয় করার পাশাপাশি মডেলিংও করেছেন তিনি। একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন অভিনেত্রী। উল্লেখ্য, ‘হাওয়াই ফাইভ জিরো’তে সামান্থার অভিনয় প্রশংসিত হয়েছিল। সেই ছবিতে সামান্থা সিন্ডি প্যাটারসনের (Cindy Patterson) ভূমিকায় অভিনয় করেছিলেন।

Salman Khan's Girlfriend: ৫৬'তে নতুন করে প্রেমে মজেছেন সলমন ভাই, চিনে নিন ভাইজানের নতুন প্রেমিকাকে

সমান্তর নিজের ফিটনেস নিয়েও বেশ সচেতন, তা তাকে দেখলেই স্পষ্ট হয়। নিয়মিত নিয়ম মেনে যোগা করেন তিনি। নিজের যোগা ট্রেনিংয়ের জন্যও তিনি বেশ জনপ্রিয় মানুষের মাঝে। একজন আমেরিকান অভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা কিছু কম নেই। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ জনপ্রিয় মানুষের মাঝে।

About Author