Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Salman Khan: দুবাইতে ১৭ বছরের এক মেয়ে রয়েছে সলমন খানের! জবাব দিলেন ভাইজান

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’ বলতে আমরা সকলে এতদিন একজনকেই চিনতাম হ্যাঁ তিনি আর কেউ নন সকলের ল্রিয় সাল্লু ওরফে সলমন খান৷। পঞ্চাশের মধ‍্যভাগে এসেও এখনো তিনি ব্যাচেলার। বহুবার প্রেমে পড়লেও…

Avatar

By

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’ বলতে আমরা সকলে এতদিন একজনকেই চিনতাম হ্যাঁ তিনি আর কেউ নন সকলের ল্রিয় সাল্লু ওরফে সলমন খান৷। পঞ্চাশের মধ‍্যভাগে এসেও এখনো তিনি ব্যাচেলার। বহুবার প্রেমে পড়লেও সেই প্রেম বিয়ে অব্দি গড়ায়নি। বিয়ের নামও কোনোদিন উচ্চারণ করেননি অভিনেতা। তবে অভিনেতার প্রেমিকার সংখ্যা বেশ বড়। হঠাৎ এর মাঝেই বলিউডে এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এল। ভাইজান নাকি চুপিচুপি বিয়ে করেছেন অনেক দিন আগেই। সম্প্রতি এমনি এক অভিযোগ উঠেছে ভাইজানের বিরুদ্ধে। এই খবর শুনেই হকচকিয়ে গিয়েছেন খোদ অভিনেতা।

সলমন খান নাকি গোপনে বিয়ে করে সংসার করছেন চুটিয়ে। তবে এ সংসার মুম্বাইতে নয়। তাঁর গোটা পরিবার রয়েছে বিদেশে। দুবাইতে নাকি স্ত্রী নূর ও এক সতেরো বছরের কন‍্যা নিয়ে ভাইজানের সুখের সংসার। এমনি এক টুইট ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। এমন বিতর্কিত টুইটের জেরে বেশ অস্বস্তি আর রেগে গিয়েছিলেন সলমন। তবে কি সত্যি বিয়ে করলেন ভাইজান? কি বললেন অভিনেতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Salman Khan: দুবাইতে ১৭ বছরের এক মেয়ে রয়েছে সলমন খানের! জবাব দিলেন ভাইজান

সম্প্রতি আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এর সিজন ২-এর প্রথম এপিসোডের প্রথ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সলমন। বুধবার সম্প্রচারিত হয় এই টকশোয়ের বহুচর্চিত এপিসোড, সেখানেই দাদা সলমনের কাছে একঝাঁক বিতর্কিত প্রশ্ন রাখেন আরবাজ। সেখানে সোশ‍্যাল মিডিয়ায় সলমনের নিন্দা করে করা একটি টুইটে এল এই তথ্য। আরবাজ পড়ে শোনালেন সেই ব্যক্তির ট্যুইট,কোথায় লুকিয়ে বসে আছিস ভীতু? ভারতে সকলে জানে যে তুই দুবাইতে নিজের স্ত্রী নূর ও সতেরো বছরের মেয়ের সঙ্গে রয়েছিস। ভারতবাসীদের আর কতদিন বোকা বানাবি?’

এমন অভিযোগ শুনে প্রাথমিক ভাবে হতবাক হয়ে গিয়েছিলেন সলমন। তারপরেই তিনি হেসে বলে ওঠেন, “ সত্যি এদের সত‍্যিই কত জ্ঞান। এগুলি সব ভিত্তিহীন। তিনি জানেননা উনি কার কথা বলছেন আর এসব কোথায় পোস্ট করা হয়েছে। এই ব‍্যক্তি কি সত‍্যিই ভেবেছেন যে উত্তর দিয়ে তিনি ওঁকে বাধিত করবেন? তিনি ওই ব্যক্তির উদ্দেশ্যে বলেন তাঁর স্ত্রী নেই। তিনি ভারতে থাকেন গ‍্যালাক্সি অ্যাপার্টমেন্ট, সেই নয় বছর বয়স থেকে। তিনি সেই ব্যক্তিকে কোনো উত্তর দেবেননা, গোটা ভারত জানে তিনি কোথায় থাকেন। তাই তিনি এইসব লোকজনের প্রশ্নের জবাব দেননা”।

About Author