Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘রাধে’-র শুটিং শুরু করলেন ভাইজান

অতিমারী পরিস্থিতির কারণে সমগ্র দেশ লকডাউন হয়ে যাওয়ায় বলিউডের কাজও স্বাভাবিকভাবেই স্থগিত হয়ে গিয়েছিল। সলমন খান নিজের পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে পাড়ি দিয়েছিলেন পনভেলের ফার্মহাউসে।টুইটারে ও ইন্সটাগ্রামে বারবার…

Avatar

অতিমারী পরিস্থিতির কারণে সমগ্র দেশ লকডাউন হয়ে যাওয়ায় বলিউডের কাজও স্বাভাবিকভাবেই স্থগিত হয়ে গিয়েছিল। সলমন খান নিজের পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে পাড়ি দিয়েছিলেন পনভেলের ফার্মহাউসে।টুইটারে ও ইন্সটাগ্রামে বারবার আপলোড হয়েছে সেখানকার বহু মুহুর্তের ছবি। পনভেলের ফার্মহাউসে বসে সলমন বানিয়ে ফেলেছিলেন একটি মিউজিক ভিডিও। সম্প্রতি আনলকের পর সলমন মুম্বইতে ফিরে ‘বিগ বস’14-এর শুটিং শুরু করেছেন।আনলকের পর বাড়ির বাইরে বেরিয়ে সলমনের প্রথম কাজ ছিল এটি।

এবার তিনি রবিবার থেকে শুরু করে দিলেন তাঁর বহু প্রতীক্ষিত ‘রাধে-ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির শুটিং। সাধারণত রবিবার বলিউড ইন্ডাস্ট্রিতে কোনো কাজ না হলেও করোনা অতিমারীর কারণে এখন জরুরী ভিত্তিতে কাজ চলছে ,বলে জানা গেছে। এদিন ভাইজান নিজেই ফিল্মের সেট থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন যেখানে তাঁকে পিছন থেকে দেখা যাচ্ছে। তাঁর পরনে রয়েছে সম্পূর্ণ কালো পোশাক। এই ছবিতে তাঁকে একটি স্টান্ট পারফর্ম করতে দেখা যাচ্ছে। সলমন ছবিতে ক্যাপশন দিয়েছেন “ব্যাক টু শুট আফটার 6 1/2 মান্থস…….ফিলস গুড #রাধে “।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একই সঙ্গে এই ফিল্মে সলমনের কো-স্টার অভিনেত্রী দিশা পাটানিও এদিন শুটিং শুরু করলেন। ফিল্মের লোকেশন থেকে তিনি দুটি সেলফি আপলোড করেছেন নিজের ইন্সটা স্টোরিতে, ক্যাপশন দিয়েছেন “#রাধে…..হিয়ার উই গো”।সমস্ত করোনা-বিধি মেনে ‘রাধে’-র শুটিং হচ্ছে বলে জানা গেছে। এই ফিল্মে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা রণদীপ হুডা ও জ্যাকি শ্রফকেও।প্রাক্তন ‘বিগ বস’ বিজয়ী গৌতম গুলাটি,বর্ষীয়ান অভিনেত্রী জারিনা ওয়াহাব,গোবিন্দ নামদেও এবং গায়ক অর্জুন কানুনগোকেও এই ছবিতে দেখা যাবে। সলমন খান ,সোহেল খান ও অতুল অগ্নিহোত্রীর প্রযোজনায় পরিচালক হিসাবে প্রভু দেবার এটি তৃতীয় ফিল্ম হতে চলেছে।

View this post on Instagram

Back to shoot after 6 1/2 months … feels good #Radhe

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

এর আগে এই প্রযোজনা সংস্থার ব্যানারে তিনি সলমন অভিনীত ‘ওয়ান্টেড’ ও ‘দাবাং থ্রি’ পরিচালনা করেছিলেন। সলমন অভিনীত ‘রাধে’ ফিল্মটি নিয়ে 2019 থেকেই জল্পনা ছিল তুঙ্গে। এই ফিল্মটি এই বছর ঈদে মুক্তি পাবার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে ফিল্মের শুটিং সম্পূর্ণ করা যায়নি। শোনা গেছে ,এই ফিল্মে সলমনের লুক ও স্টান্ট নিয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে ভাইজান তাঁর ভক্তকুলের পছন্দের ‘শার্টলেস’ লুকে আবারও পর্দায় ধরা দেবেন কিনা ,এখন সেটাই দেখার। তো হার কোই বোলো ‘রাধে,রাধে’।

About Author