Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘হিন্দু-মুসলিম ভাই ভাই’, ঈদে উপহার দিলেন সলমান খান

কৌশিক পোল্ল্যে: বলিউডের ভাইজান আবারো হাজির ঈদে তার নয়া চমক নিয়ে। প্রতিবছরই ঈদের উপহার হিসেবে তিনি নতুন ছবি রিলিজ করতেন এবছর তা সম্ভব না হওয়ায় গানে গানেই দর্শকদের মাতোয়ারা করে…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউডের ভাইজান আবারো হাজির ঈদে তার নয়া চমক নিয়ে। প্রতিবছরই ঈদের উপহার হিসেবে তিনি নতুন ছবি রিলিজ করতেন এবছর তা সম্ভব না হওয়ায় গানে গানেই দর্শকদের মাতোয়ারা করে রাখলেন ‘দাবাং’। সমস্ত ধর্মের প্রতি সম্প্রীতির হাত বাড়িয়ে, ধার্মিক বিরোধ ভুলে ‘হিন্দু মুসলিম ভাই ভাই’ গানটির কথা লিখে নিজেই গাইলেন অভিনেতা।

সমগ্র গানটি তৈরি হওয়ার পর গতকালই এটি ইউটিউব প্ল্যাটফর্মে সলমান খানের অফিশিয়াল চ্যানেলটিতে মুক্তি পায়। গানের সুর করেছেন সাজিদ ওয়াহিদ এবং প্রযোজনার দায়িত্বে ছিলেন আদিত্য দেব। সলমানের পাশাপাশি আর একজন গায়ক রুশাদ আরসাদ এতে গলা মিলিয়েছেন। সমস্ত ধর্মের বীজই যে এক জায়গার শিকড়ে এসে মিলিত হয় তা গানে গানেই বুঝিয়ে দিলেন অভিনেতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

'হিন্দু-মুসলিম ভাই ভাই', ঈদে উপহার দিলেন সলমান খান

গানের শ্যুটিংও হয়েছে একেবারে নির্জন প্রান্তরে। এটি সলমানের পানভেলের ফার্মহাউসেরই একটি নির্জন দিক হিসেবে অনুমান করা হচ্ছে। মুখের সামনে মাইক রাখা একটি চেয়ারে বসে ভাইজান শুরু করলেন গান। কখনোও বা হেঁটে কিংবা তার সেই চিরাচরিত মুখভঙ্গিতে মুগ্ধ করলেন দর্শকদের।

ঈদ স্পেশাল এই গানে সলমান ব্যতীত আর কাউকে দেখা যায়নি, যদিও ওই ফার্মহাউসেই রয়েছেন ভাইজানের তিন বান্ধবী অভিনেত্রী। এর ঠিক একদিন আগেই আরও এক নয়া চমক নিয়ে আসেন তিনি, স্বল্পমূল্যে সকলের ব্যবহারের জন্য নিজের ব্র্যান্ডের স্যানিটাইজার লঞ্চ করেছেন। একের পর এক ভাইজানের শুভ উদ্যোগে অনুরাগীরা তাকে স্বাগত জানিয়েছেন। তার সেই মন ভালো করা গান শুনে নিতে অবশ্যই নীচের পোস্টটিতে ক্লিক করুন।

About Author