Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাতের অন্ধকারে ফার্মহাউসে সলমান, ট্রাক ভর্তি রেশন গরিবদের জন্য ব্যবস্থা করলো ভাইজান

কৌশিক পোল্ল্যে: দিলদরিয়া সলমান খানের উদারতার আরও এক দৃষ্টান্ত চোখে পড়ল লকডাউনের এই ঘোর দুর্দিনে। বর্তমানে তিনি মুম্বাইয়ে নিজের ফার্মহাউসে গৃহবন্দি পর্বের দিন কাটাচ্ছেন, তার সঙ্গে রয়েছেন পরিবারের ঘনিষ্ঠ সদস্য সমেত…

Avatar

কৌশিক পোল্ল্যে: দিলদরিয়া সলমান খানের উদারতার আরও এক দৃষ্টান্ত চোখে পড়ল লকডাউনের এই ঘোর দুর্দিনে। বর্তমানে তিনি মুম্বাইয়ে নিজের ফার্মহাউসে গৃহবন্দি পর্বের দিন কাটাচ্ছেন, তার সঙ্গে রয়েছেন পরিবারের ঘনিষ্ঠ সদস্য সমেত ইন্ডাস্ট্রিরই পরিচিত কিছু সেলেব। ফার্মহাউস থেকে সারাদিনের খুঁটিনাটির নানান ভিডিও শেয়ার করছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, বান্ধবী ইউলিয়া ভান্তুর বা কখনো সলমান নিজেই।

ভাইরাল হচ্ছে তাদের নানান কীর্তিকলাপ। ঘোড়াকে ঘাস খাওয়ানো, ঘোড়ার সঙ্গে সেলফি, কিংবা একান্তে একটি ঘরে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো, সোশ্যাল মাধ্যমে লাইভ হওয়া এসব তো চলছেই, সেই সঙ্গে গরিব ও অসহায় মানুষদের দুর্দশার কথা কিন্তু একটিবারের জন্যও ভোলেননি ভাইজান। তাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখে করে চলেছেন নানান উন্নয়নমূলক কাজ। সেই মানবিক চিত্রই আরও একবার ফুটে উঠল, যেখানে দেবদূতের ভূমিকায় অবতীর্ন হলেন সলমান নিজে, তুলে দিলেন দীনদরিদ্রদের মুখে অন্ন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সলমানের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে উক্ত ফার্মহাউস থেকে হাতে হাতে খাদ্যসামগ্রী উঠছে গাড়িতে, যে কাজে নিযুক্ত রয়েছেন সলমানের সংস্থা ‘বিং হিউম্যান’। এই সকল খাদ্যসামগ্রীগুলি রেশন হিসেবে পৌঁছে যাবে বানিজ্য নগরীর বিভিন্ন দরিদ্র কবলিত স্থানে, যেখানের মানুষেরা অন্নসংস্থানের কোনো সুবিধা পাননি। এটি নিঃসন্দেহে এক মহান উদ্যোগ। না, কোনো সরকারি খাতে অর্থসাহায্য করেননি সলমান, তবে দরিদ্র মানুষগুলির সেবা করে চলেছেন নিজ উদ্যোগে।

 

View this post on Instagram

 

@jacquelinef143 @vanturiulia @rahulnarainkanal @imkamaalkhan @niketan_m @waluschaa @abhiraj88

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

About Author